shono
Advertisement

কুস্তিগিরদের ইস্যুতে প্রশ্ন করতেই দৌড় কেন্দ্রীয় মন্ত্রীর! ভাইরাল ভিডিও নিয়ে কটাক্ষ কংগ্রেসের

মন্ত্রীর 'ঝাঁঝাল প্রতিক্রিয়া', কটাক্ষ কংগ্রেসের।
Posted: 12:31 PM May 31, 2023Updated: 12:47 PM May 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল ‘মা গঙ্গা’র বুকে নিজেদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা অলিম্পিক মেডেলগুলি ভাসিয়ে দিতে চেয়েছিলেন দেশের গৌরব কুস্তিগিররা (Wrestlers)। পুলিশি নিগ্রহের পর ক্ষোভে, অপমানে ফুঁসছেন তাঁরা। কৃষক নেতা নরেশ টিকায়েতের নিরস্ত করেন তাঁদের। তিনি সমস্যা সমাধানে পাঁচদিন সময় চেয়েছেন সাক্ষী মালিক (Sakshi Malik), ভিনেশ ফোগাট (Vinesh Phogat), বজরং পুনিয়াদের কাছে। সেই একই সময়ে কুস্তিগিরদের আন্দোলন নিয়ে প্রশ্ন করতেই ‘পালিয়ে বাঁচলেন’ মোদি সরকারের এক মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে চরম কটাক্ষ করেছে কংগ্রেস (Congress)।

Advertisement

ইতিমধ্যে টুইটারে কংগ্রেসের পোস্ট করা ভিডিওটি ভাইরাল হয়েছে। ব্যঙ্গের ছলে ক্যাপশানে লেখা হয়েছে, “মহিলা কুস্তিগিরদের ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীর ঝাঁঝাল প্রতিক্রিয়া। আপনারাই দেখুন”। ওই কেন্দ্রীয় মন্ত্রীয় হলেন মীনাক্ষী লেখি। শুরুতে হেঁটে নিজের গাড়ির দিকে হেঁটেই এগোচ্ছিলেন তিনি। কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেন, “কুস্তিগিরদের আন্দোলন নিয়ে কী বলবেন?” ওমনি মীনাক্ষীর হাঁটার গতি বেড়ে যায়। চলতেই চলতে বলেন, “আইনি প্রক্রিয়া চলছে”। মেডেল ভাসানো নিয়ে, ব্রীজ ভূষণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মীনাক্ষী কার্যত ছুটতে শুরু করেন। পাশাপাশি সাংবাদিকদের বুম ছুটলেও উত্তর দেননি। কোনওক্রমে দৌড়ে গিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন। এবং রওনা দেন। কেন্দ্রীয় মন্ত্রীর কাণ্ড দেখে কটাক্ষ করছেন নেটিজেনরাও।

[আরও পড়ুন: মোবাইল রপ্তানিতে চিনের পরেই ভারত, ‘আদৌ কি উৎপাদন বেড়েছে?’ প্রশ্ন তুললেন রঘুরাম রাজন]

এদিকে সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিল্লিতে কুস্তিগিরদের সমর্থনে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। মাসখানেক আগেই তৃণমূলের প্রতিনিধি দল কুস্তিগিরদের সঙ্গে দেখা করেছিল। কয়েকদিনের মধ্যেই ফের দিল্লিতে গিয়ে প্রতিবাদী কুস্তিগিরদের সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিরা। মঙ্গলবার টুইট করে এই কথা জানিয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। 

[আরও পড়ুন: বদলাচ্ছে সমীকরণ? কেজরিওয়াল-ইয়েচুরির বৈঠকে হাজির ‘আপ’ বিরোধী প্রকাশ কারাতও]

এদিকে রবিবার যন্তর মন্তরে কুস্তিগিরদের সঙ্গে হওয়া আচরণের ফলে বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থার তোপের মুখে পড়েছে ভারত। মঙ্গরবার রাতে পেশ করা এক বিবৃতিতে যন্তর মন্তরে যেভাবে কুস্তিগিরদের হেনস্তা করা হয়েছে, তার তীব্র নিন্দা করছে নিয়ামক সংস্থা। প্রয়োজন পড়লে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনকে নিষিদ্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement