সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের ভয়ংকর গরমে নাভিশ্বাস উঠছে গোটা ভারতের। এপ্রিলের গড় তাপমাত্রা গত ১২২ বছরের তাপমাত্রার ইতিহাসে রেকর্ড গড়েছিল। প্রকৃতির নিয়মেই মে মাসে উষ্ণতা আরও বেড়েছে। তাপপ্রবাহে নাজেহাল দিল্লি-সহ গোটা উত্তর ভারত। একই অবস্থা দক্ষিণ ভারতেরও। সে এমন অবস্থা যে রোদে পোড়া স্কুটির সিটে ধোসা বানিয়ে ফেললেন এক ব্যক্তি।
এই ঘটনা তেলাঙ্গানার হায়দরাবাদ (Hyderabad) শহরের। সেখানে এখন গড় তাপমাত্র চলছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে বারণ করছে প্রশাসন। সেই ভয়াবহ রোদে দাঁড় করানো একটি স্কুটির সিটে ধোসা বানিয়ে তাক লাগিয়ে দিলেন এক ব্যক্তি। হায়দরাবাদের এক ফুড ব্লগার (streetfoodofbhagyanagar) ভিডিওটি রেকর্ড করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেন।
[আরও পড়ুন: OMG! প্রেমিকার সঙ্গে অশান্তি, মেজাজ হারিয়ে জাদুঘরের কোটি কোটি টাকার সামগ্রী ধ্বংস করল যুবক!]
চমকে দেওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, রোদের মধ্যে দাঁড় করানো রয়েছে একটি স্কুটি। তার উপর ধোসা তৈরির সামগ্রী ঢেলে দিচ্ছেন এক ব্যক্তি। ঠিক দোকানের কায়দায় খুন্তি দিয়ে ধোসাটি তৈরি করেন তিনি। স্কুটির আসনটি অত্যাধিক গরম হওয়ায় তা সহজেই তৈরি হয়ে যায়। ভিডিওটির সঙ্গে লেখা হয়- “৪০ ডিগ্রি তাপমাত্রায় ভেস্পা ধোসা তৈরি করলেন এক পেশাদার”।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড হওয়া মাত্র ভাইরাল হয়। এখনও পর্যন্ত ২৮ মিলিয়ান ভিউ হয়েছে। অসংখ্য মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে। এমনকী শিল্পপতি হর্ষ গোয়ঙ্কা (Harsh Goenka) রিটুইট করেছেন ভিডিওটি। সঙ্গে লিখেছেন- “আমাদের উদ্ভাবনী ক্ষমতা চাক্ষুষ করুন। বাইরের উষ্ণতাকে কাজে লাগিয়ে ধোসা তৈরি করেছেন এক ব্যক্তি। অনন্য।”
[আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের কর্মীরা এবার বেতন ছাড়াও পাবেন অতিরিক্ত ৩০ হাজার টাকা, জানুন কী শর্তে]
পিছিয়ে নেই নেটিজেনরাও। মজার সব টুইট করেছেন তারা। একজন লিখেছেন, “লোকটা সত্যি গ্যাসের খরচ কমালো।” কারও বক্তব্য, “এই স্কুটারের সিট নন-স্টিক তাওয়ার চেয়ে ভাল।” কারও মন্তব্য, “ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, ট্রাই দিস অ্যাট ভেস্পা সিট”, অর্থাৎ কিনা এই কাজ বাড়িতে করবেন না, ভেস্পা স্কুটির সিটে করুন।