সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের নিমন্ত্রণ পেতে কার না ইচ্ছে করে? রকমারি পোশাকে সাজুগুজু করে রঙিন আলোয় আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠার মুহূর্তই আলাদা! আর সে জন্য তীর্থের কাক হয়ে আমরা অনেকেই সারা বছর অপেক্ষা করি। অনেক সময় দেখা যায়, আপনার বন্ধুটি বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন, কিন্তু আপনার কপালে জোটেনি। এখন আর এনিয়ে বিশেষ, ভাবার প্রয়োজন নেই। কারণ বর-কনে না থাকলেও এবার পৌঁছে যেতে পারবেন বিয়ে বাড়ি।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ঘটনায় দেখা গিয়েছে উলটপুরাণ। দিল্লির একটি রেস্তরাঁর ছাদে আয়োজন করা হয়েছিল 'ভুয়ো' বিয়ের অনুষ্ঠান। বিবাহের মতো সামাজিক রীতির আচারকে তোয়াক্কা না করেই এখন আপনি শুধুমাত্র মৌজ-মস্তির জন্য অংশ নিতে পারবেন এই ধরনের ভুয়ো ওয়েডিং পার্টিতে। আর দশটা বিয়ের অনষ্ঠানের মতোই এই বিয়েতে থাকবে সমস্ত ব্যবস্থা। তবে, অনুষ্ঠানের মূল চরিত্র বর-কনেকেই পাওয়া যাবে না এখানে। পাশ্চাত্য দেশগুলির মতো ভারতেও চালু হয়েছে 'ফেক ওয়েডিং' পার্টি। ভাইরাল হওয়া ভিডিও থেকে দিল্লির ফেক ওয়েডিং পার্টি এখন আলোচনার কেন্দ্রে।
দিল্লির ওই ফেক ওয়েডিং পার্টির নাম রাখা হয়েছিল 'জুম্মা কি রাত'। পানাহার থেকে শুরু করে ডিজে- সবেরই ব্যবস্থা ছিল পুঙ্খানুপুঙ্খ। জানা যাচ্ছে কয়েকশো অতিথি হাজির হয়েছিলেন এই ভুয়ো বিয়ের অনুষ্ঠানে। এবার থেকে আপনিও অংশ নিতে পারেন এই ধরনের ফেক ওয়েডিং পার্টিতে। এর জন্য কী করতে হবে আপনাকে? তেমন কিছুই না। টিকিট বুকিং করলেই ল্যাটা চুকে যাবে।
কীভাবে বুক করবেন টিকিট?
১. BookMyShow.com সাইটটা খুলুন।
২. ‘Fake wedding’ সার্চ করুন।
৩. কোন দিন আপনি ওয়েডিং পার্টিতে যেতে চান, সেই তারিখটা নির্বাচন করে টিকিট কিনে ফেলুন। ব্যাস, এটুকু যথেষ্ট। এরপর নিজের মনের মতো সাজগোজ করে সোজা পার্টিতে চলে যান। অন্যের বিয়ের নিমন্ত্রণের জন্য খামোখা আর অপেক্ষা কেন? উপলক্ষ যখন বিয়ের ভোজ, তখন মিয়া-বিবির খোঁজ রেখে আর লাভ কী!
