সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে বসের খারাপ ব্যবাহার উপেক্ষা করেও কাজ করে গিয়েছিলেন। তবে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে কাজ ছেড়ে দিতে হল মহিলা ইন্টার্নকে। বেঙ্গালুরুর একটি ডিজাইন কোম্পানির ইন্টার্নের অভিযোগে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। অভিযোগ, সম্প্রতি ওই ইন্টার্নকে অশ্লীল ভাষায় অপমান করে কোম্পানির সিইও। কাজ ছেড়ে দেওয়ার পরই এই ঘটনা নিয়ে রেডিট পোস্ট করেন ওই কর্মী। তাইপরেই এই খবরটি ভাইরাল হয়ে যায়।
জানা গিয়েছে, ওই তরুণী স্নাতকোত্তর শেষ করার পর বেঙ্গালুরুতে আসেন। সেখানেই তিনি একটি কোম্পানিতে ইন্টার্ন হিসাবে কাজ শুরু করেন। তবে ইন্টার্নশিপের সময় কোম্পানির সিইও সবার সামনে তাঁকে অপমান করেছিল বলে তিনি জানিয়েছেন। তাঁর অভিযোগ, শুরুতেই সিইও তাঁকে বলেছিল, ‘কাজ করতে এসেছন নাকি, প্রেমিকের সঙ্গে গল্প করতে এসেছন।’ এই অবস্থায় লজ্জিত বোধ করলেও পরে সিইওকে আবেদন করে কোম্পানিতে কাজ করার অনুরোধ করেছিলেন।
ওই মহিলার কথায়, এরপর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। মহিলা ইন্টার্নের অভিযোগ, বাড়ি থেকে কাজ করার অনুরোধ করলে বস আরও উত্তেজিত হয়ে পড়ে সবার সামনে ওই মহিলা ইন্টার্নকে অপমান করে। এদিকে বসের যৌনতাপূর্ণ রসিকতা এড়াতে তিনি যখন বসের থেকে একটু দূরে বসেছিলেন, সেই সময় বস তাঁকে সবার সামনে জিজ্ঞাসা করেন, ‘পর্ন দেখ রাহি বো কেয়া?’ অর্থাৎ তুমি কি পর্ন দেখছ? বসের এমন প্রশ্নে হতবাক হয়ে যান ওই মহিলা। যদিও এই ঘটনার পরে পদত্যাগ করেন ওই মহিলা ইন্টার্ন। এরপরই কোম্পানির বসের বিরুদ্ধে সমস্ত ক্ষোভ উগরে দেন তিনি।
