shono
Advertisement

Breaking News

OMG! কুমিরের জন্য মন্দির তৈরির সিদ্ধান্ত গ্রামবাসীদের

কোথায় তৈরি হচ্ছে এই মন্দির? The post OMG! কুমিরের জন্য মন্দির তৈরির সিদ্ধান্ত গ্রামবাসীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:47 PM Aug 25, 2019Updated: 01:58 PM Aug 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গঙ্গারামের জন্য মন্দির তৈরির সিদ্ধান্ত নিল ছত্তিশগড়ের বাওয়ামোহাত্রা গ্রামের মানুষজন৷ নিশ্চয়ই ভাবছেন এতে আবার আশ্চর্য হওয়ার কী আছে? কারণ, ভাল কোনও মানুষের জন্য আগেও মন্দির হয়েছে৷ এর মধ্যে নতুনত্ব কিছুই নেই৷ কিন্তু গঙ্গারামের পরিচিতি জানলে আপনি অবাক হয়ে যাবেন৷ কারণ, গঙ্গারাম হল ‘ভাল’ কুমির৷

Advertisement

[আরও পড়ুন: প্লাস্টিকের বোতল ডাস্টবিনে ফেলল কাক! নেটদুনিয়ায় ‘হিরো’ ঝাড়ুদার পাখি]

গ্রামেরই একটি পুকুরে বাস করত গঙ্গারাম৷ প্রায় ১৩০ বছর বয়সি সে৷ বয়সের ভারে ন্যুব্জই হয়ে গিয়েছিল কুমিরটি৷ গত ৮ জানুয়ারি মৃত্যু হয় তার। স্বজনহারানোর মতোই সেদিন দুঃখ পেয়েছিলেন গ্রামবাসীরা৷ বনদপ্তরের কর্মীরা গঙ্গারামের দেহ উদ্ধার করতে আসেন৷ কিন্তু কুমিরকে ছাড়তে চাননি তাঁরা৷ অন্ত্যেষ্টি ক্রিয়া গ্রামেই করতে চেয়েছিলেন তাঁরা৷ গ্রামবাসীর ভালবাসার কাছে হার মেনে নেন বনকর্মীরা৷ তাই তো এলাকারই পুকুরের পাশে ‘ভাল’ কুমিরকে সমাধিস্থ করা হয়৷ আর সেই জায়গাতেই তার নামে ‘গঙ্গারাম মগরমাছ কা মন্দির’ তৈরির সিদ্ধান্ত নেন ওই গ্রামের বাসিন্দারা৷

[আরও পড়ুন: যুবকের পশ্চাদদেশে মৌচাক! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা]

গঙ্গারামকে ‘ভাল’ কুমির বলেই বিশ্বাস করেন স্থানীয়রা৷ তাঁরা ভাবেন, গঙ্গারাম গ্রামে থাকা মানে কোনও ক্ষতি সে হতে দেবে না৷ বেঁচে থাকাকালীন যেমন গ্রামকে রক্ষা করেছে গঙ্গারাম, তেমন মৃত্যুর পরেও তার অন্যথা হবে না৷ তাই তার মৃত্যুর পর গঙ্গারামের নামে মন্দির তৈরির সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা৷ তাঁদের সিদ্ধান্ত ওই মন্দিরে থাকবে দেবী নর্মদার মূর্তিও। তাই চলছে জোরকদমে চাঁদা সংগ্রহের কাজ৷ যার যেমন সামর্থ্য তেমনই টাকা দিচ্ছেন গ্রামবাসীরা৷ রীতিমতো গ্রামে উৎসবের মেজাজে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে বলেও ভাবনাচিন্তা স্থানীয়দের৷ গ্রামবাসীদের চাঁদার টাকা থেকেই প্রীতিভোজেরও আয়োজন করা হবে ওইদিন৷

ইতিমধ্যেই লোকমুখে রটে গিয়েছে ‘ভাল’ কুমিরের মন্দিরের কথা৷ যে শুনছেন সেই তাজ্জব হয়ে যাচ্ছেন৷  ভয়ংকর সরীসৃপ প্রাণীর জন্যও যে মন্দির তৈরি হতে পারে, তা ভাবতেও পারছেন না অনেকেই৷ 

The post OMG! কুমিরের জন্য মন্দির তৈরির সিদ্ধান্ত গ্রামবাসীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার