সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ খেলে হুঁশ থাকে না পাবলিকের, ঘুম ছোটে প্রশাসনের। মদ্যপ অবস্থায় অটোরিকশা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। তাতেই বেজায় খেপে ওঠেন 'মাতাল' ওই যুবক। হাতে সাপ পেঁচিয়ে ট্র্যাফিক পুলিশকে হুমকি দেন তিনি। এমনকী কর্তব্যরত নিরাপত্তাকর্মীর গায়ে সাপ ছুড়ে দেওয়ার ভঙ্গি করেন। স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন ওই পুলিশকর্মী। পড়ে অবশ্য বোঝা যায় সাপটি মৃত। 'মদ্যপ' অটোচালক ও পুলিশকর্মীর এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
জানা গিয়েছে, হায়দরাবাদের চন্দ্রায়নগুট্টা এলাকায় নেশাগ্রস্ত অটোচালককে পাকড়াও করে পুলিশ। চালককে আটক করার পাশাপাশি অটোরিকশাটিকে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছিল। তখনই আজব কাণ্ড ঘটে। ভাইরাল ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক) দেখা গিয়েছে, হাতে একটি মরা সাপ পেঁচিয়ে পুলিশকর্মীর দিকে এগিয়ে যাচ্ছেন অভিযুক্ত। ভয় দেখানোর চেষ্টা করেন তিনি, মুখে বলতে থাকেন 'এটা কিন্তু আসল'। তাঁর নামে কোনও মামলা দায়ের না করে অটোরিকশাটি ছেড়ে দেওয়ার দাবি করেন যুবক। প্রথমটায় চমকে ওঠেন ওই পুলিশকর্মী। খানিক সরেও যান তিনি।
যদিও শেষ পর্যন্ত মরা সাপে কাজ হয়নি। ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অটোরিকশাটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, হায়দরাবাদে বর্ষবরণের সময় থেকে বিশেষ অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ। রবিবার পর্যন্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ২৭৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
