shono
Advertisement
Offbeat News

ট্রেনের টিকিটে মমতার মুখ! নেত্রীর জন্মদিনে অপূর্ব শিল্পকর্ম হুগলির যুবকের

জন্মদিনে জননেত্রীকে ব্যতিক্রমী শ্রদ্ধা সৌরভ আদকের, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়।
Published By: Sucheta SenguptaPosted: 04:09 PM Jan 05, 2026Updated: 04:16 PM Jan 05, 2026

সুমন করাতি, হুগলি: শিল্পের ভাষা যে কেবল রং-তুলিতেই সীমাবদ্ধ নয়, তার এক অনন্য নজির দেখা গেল। ভারতীয় রেলের ট্রেনের টিকিট ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি তৈরি করে তাঁর জন্মদিনে ব্যতিক্রমী শ্রদ্ধা জানালেন শিল্পী, সাংবাদিক ও ইঞ্জিনিয়ার সৌরভ আদক। ব্যবহৃত ট্রেনের টিকিটকে ক্যানভাস হিসেবে বেছে নিয়ে সৌরভ আদক যে শিল্পকর্মটি তৈরি করেছেন, তা ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। ছোট ছোট টিকিট জুড়ে নিখুঁতভাবে ফুটে উঠেছে মুখ্যমন্ত্রীর অবয়ব। কল্পনা, ধৈর্য এবং সৃজনশীলতার অনন্য মেলবন্ধনে এমন ব্যতিক্রমী শিল্পকর্মের প্রশংসা ছড়িয়ে পড়েছে।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখাবয়ব ফুটে উঠেছে টিকিটে। নিজস্ব ছবি।

মিনিয়েচার আর্ট বা ক্ষুদ্র শিল্পকর্মের একটা আলাদা কদর আছে। তবে টিকিটের উপর সৌরভ যা করেছেন, তা নিঃসন্দেহে ব্যতিক্রমী। তাও আবার ব্যবহৃত টিকিটের উপর অবিকল নেত্রীর মুখ ফুটিয়ে তোলার মতো অতি কঠিন কাজ! যা তিনি করে ফেলেছেন অনায়াসে। শিল্পী হিসেবে পরিচিত হলেও সৌরভ আদকের পেশা সাংবাদিকতা ও ইঞ্জিনিয়ারিং। এই তিন পরিচয়ের সমন্বয়ই তাঁর সৃষ্টিতে এনে দেয় ভিন্ন মাত্রা। টিকিটের উপর সূক্ষ্ম কাজ, আলো-ছায়ার ব্যবহারে নিখুঁত পরিকল্পনা শিল্পপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।

শিল্পী সৌরভ আদক জানান, মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কিছু আলাদা করার ইচ্ছা থেকেই এই প্রতিকৃতি তৈরির ভাবনা আসে। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর সংযোগ আমাকে অনুপ্রাণিত করে। সেই অনুপ্রেরণা থেকেই এই শিল্পকর্ম।”

তৃণমূল নেত্রীর রঙিন প্রতিকৃতি, টিকিটের উপর। নিজস্ব ছবি।

সোশাল মিডিয়াতেও সৌরভের এই শিল্পকর্ম ঘিরে ইতিমধ্যেই প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই এই প্রতিকৃতিকে জন্মদিনে মুখ্যমন্ত্রীর প্রতি এক অভিনব ও হৃদয়গ্রাহী শ্রদ্ধার্ঘ্য হিসেবে দেখছেন। সবমিলিয়ে, ভারতীয় ট্রেনের টিকিটে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি শুধু একটি শিল্পকর্মই নয় - সৃজনশীলতা, ভাবনার গভীরতা ও শ্রদ্ধাবোধের এক ব্যতিক্রমী প্রকাশ, যা সাধারণ জিনিসকেও অসাধারণ করে তুলতে পারে। সেদিক থেকে সৌরভ আদক নিঃসন্দেহে অনন্য মেধাবী শিল্পী, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে অপূর্ব শিল্পকর্ম হুগলির যুবকের।
  • ট্রেনের টিকিটে ফুটে উঠল নেত্রীর মুখাবয়ব, নেত্রীকে ব্যতিক্রমী শ্রদ্ধা।
Advertisement