shono
Advertisement
Tirupati

'মদ খাওয়ালেই নামব', তিরুপতি মন্দিরের চূড়ায় উঠে দাবি 'মাতালের', তারপর? দেখুন ভিডিও

তিন ঘণ্টা ধরে চলে নাটক।
Published By: Kishore GhoshPosted: 02:53 PM Jan 03, 2026Updated: 02:53 PM Jan 03, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন যে মদ খেয়ে টংয়ে চড়ে বসে মাতাল! এবার আকণ্ঠ মদ্যপান করে তিরুপতির শ্রী গোবিন্দরাজস্বামী মন্দিরে চূড়ায় উঠে বসল এক ব্যক্তি। তাঁকে নামাতে হিমশিম খেল প্রশাসন। পুলিশ, দমকল ডেকেও কাজ হল না। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় মন্দিরর কর্তৃপক্ষ এবং ভক্তদের মধ্যে। শেষকালে মোক্ষম অস্ত্রে ঘায়েল হল 'মাতাল'। কী সেই অস্ত্র?

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে ওই ব্যক্তি মন্দির চত্বরে ঢুকে পড়েন। যতক্ষণে মন্দির কর্তৃপক্ষ বিষয়টি টের পায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মন্দির প্রাঙ্গণে ঢোকার পর বছর ৪৫ বছরের কুট্টাদি তিরুপতি নামের ব্যক্তি গোপুরামে উঠে পড়েন এবং একেবারে চূড়ায় চড়ে বসেন। ঘটনা জানাজানি হতেই মন্দির কর্তৃপক্ষ ও উপস্থিত ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

কুট্টাদি তিরুপতিকে তিরুপতি মন্দিরের চুড়া থেকে নামাতে গিয়ে চরম কাণ্ড হয়। মন্দিরের প্রশাসক সদস্যরা ওই ব্যক্তিকে বারবার নেমে আসার অনুরোধ করেন। এমনকী, পুলিশের তরফেও একাধিকবার তাঁকে চূড়া থেকে নেমে আসার জন্য অনুরোধ করা হয়। যদিও কারও, কোনও কথাতেই কান দিচ্ছেলেন কুট্টাদি। এরপর সরাসরি তিনি মদের বোতলের দাবি করেন। সাফ জানান, একটি ‘কোয়ার্টার’ দিলেই নিচে নামবেন।

উপায় না দেখে তাতেই রাজি হয় মন্দির কর্তৃপক্ষ এবং পুলিশ। এরপর তরতর করে চূড়া থেকে নেমে আসেন কুট্টাদি তিরুপতি। যদিও তেলেঙ্গানার নিজামাবাদ জেলার পেড্ডামল্লা রেড্ডি কলোনির বাসিন্দা ব্যক্তি নিচে নামতেই অন্য স্বমূর্তি ধারণ করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। কীভাবে নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে মন্দির চূড়ায় উঠে বসলেন মদ্যপ, তার খোঁজ করতে তদন্তে নেমেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার গভীর রাতে নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে ওই ব্যক্তি মন্দির চত্বরে ঢুকে পড়েন।
  • কুট্টাদি তিরুপতিকে তিরুপতি মন্দিরের চুড়া থেকে নামাতে গিয়ে চরম কাণ্ড হয়।
  • পুলিশ ডেকেও কাজ হয়নি।
Advertisement