মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: চোরের বিলাসবহুল বাড়ি দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। কী নেই সেই বাড়িতে! রাজকীয় পরিবেশ, মার্বেলে মোড়া ঘর। রয়েছে দামি-দামি আসবাব। বিরাট মিউজিক সিস্টেম, ঘরের ভিতর সাজিয়ে রাখা সারি সারি পিতলের বাসন ও শিল্পকীর্তি। শুধু তাই নয়, রয়েছে শরীর চর্চার সরঞ্জাম হিসাবে ট্রেড মিল-সহ আরও অনেক কিছু। চোরের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার ভাটকাখালি গ্রামে।
গত রবিবার, ১ জুন রাতে উলুবেড়িয়ার রাজাপুর থানার পুলিশ চুরির অভিযোগে অমিত দত্ত নামে অভিযুক্তকে গ্রেপ্তার করে। হাওড়ার গ্রামীণ এলাকার পুলিশ সুপার সুবিমল পাল বলেন, "আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে এখন গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কীভাবে সে এত বড় বাড়ি করল, এতো সম্পদ কিনল, সেসবের আর্থিক উৎস কী? সেগুলো জানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সে ঘোষালচক হালদার পাড়ার বাসিন্দা বঙ্কিম হালদারের বাড়িতে চুরি করতে এসেছিল। সেই সময় খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজাপুর থানার পুলিশ। হাতেনাতে তাকে গ্রেপ্তার করে। এখনও সে পুলিশি হেফাজতে। সূত্রের খবর, প্রথমে সে তার নাম-ঠিকানা ভুল বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে সঠিক নাম, ঠিকানা জানায়। টানা জেরায় অমিত স্বীকার করেছে সে এক্কেবারে পেশাদার চোর! উলুবেড়িয়া নিমদিঘি, রাজাপুর-সহ বিভিন্ন চুরির সাথে সে যুক্ত। এছাড়া জাতীয় সড়কে ঘটে যাওয়া একাধিক ছিনতাই এর সাথে যুক্ত অমিত।
পুলিশ তার আসল নাম ঠিকানা জানার পর ২৪ পরগনার বাড়িতে হানা দেয়। সেখানে গিয়ে তো তাঁরা থ! প্রাসাদোপম বাড়ি ও রাজকীয় ইন্টিরিয়র, তেমন দামি আসবাব। পুলিশ তার বাইকও বাজেয়াপ্ত করেছে। পুলিশের এক কর্তা জানান, আরও তথ্য সংগ্রহ করে অমিতের সাঙ্গপাঙ্গদের ধরার চেষ্টা করা হচ্ছে।
