shono
Advertisement
IND vs BAN

বাঁদর তাড়াতে ভরসা হনুমান! কানপুর টেস্টের অভিনব নিরাপত্তায় চোখ কপালে নেটদুনিয়ার

ব্যাপারটা কী?
Published By: Arpan DasPosted: 05:58 PM Sep 27, 2024Updated: 05:58 PM Sep 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানপুর টেস্টে সমর্থকদের নিরাপত্তায় হনুমান! আরও স্পষ্ট করে বললে লাঙ্গুর। হ্যাঁ, ঠিকই পড়েছেন। ভারত-বাংলাদেশ টেস্টে ভরসা লাঙ্গুর প্রজাতির প্রাণী। আর সেটা করাও হয়েছে বাঁদরের হাত থেকে বাঁচার জন্য! উত্তরপ্রদেশের টেস্টে নিরাপত্তার অভিনবত্বে ইতিমধ্যেই কাত সোশাল মিডিয়া।

Advertisement

ঠিক কী ঘটেছে কানপুরে? দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। রোহিতরা প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছেন। এদিনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লড়ে যাচ্ছে বাংলাদেশ। তার মধ্যে ইতিউতি তাকালে হয়তো সাক্ষাৎ হয়ে যেতে পারে লাঙ্গুরদের সঙ্গে। এবং মজার বিষয়, রীতিমতো প্রশিক্ষিত তারা। সঙ্গে রয়েছেন ট্রেনাররাও।

কিন্তু ব্যাপারটা কী? হঠাৎ লাঙ্গুরের প্রয়োজনই বা পড়ল কেন? কারণটা হল বাঁদরের উৎপাত। সেই কারণে লাঙ্গুরদের ভাড়া করেছে উত্তর প্রদেশের ক্রিকেট সংস্থা। মাঠে দর্শকদের থেকে প্রায়ই খাবার-দাবার ছিনিয়ে নেয় বাঁদররা। এমনকী মোবাইল ফোনও রেহাই পায় না তাদের হাত থেকে। নিরাপত্তারক্ষীরা অবশ্য আছেন। কিন্তু তাতেও রক্ষা থাকে না অধিকাংশ সময়। অবশেষে অগতির গতি লাঙ্গুর। বাঁদরের হাত থেকে বাঁচতে অতিরিক্ত 'নিরাপত্তা' দেবে লাঙ্গুররা।

সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন ক্যামেরা পার্সনরা। তাদের উপরই আক্রমণ বেশি হয় বলেই খবর। কানপুর স্টেডিয়ামের কর্মকর্তা সঞ্জয় কাপুর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানান, "বাঁদরের আতঙ্ক থেকে বাঁচতে আমরা লাঙ্গুরের ব্যবস্থা করেছি। তারাই বাঁদরদের সামলে নেবে।" আপাতত সেই লাঙ্গুরদের হাতেই দর্শকদের নিরাপত্তা। তাতে কি পাশ মার্ক পেল তারা? উত্তরটাও নিশ্চয়ই পাওয়া যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কানপুর টেস্টে সমর্থকদের নিরাপত্তায় হনুমান! আরও স্পষ্ট করে বললে লাঙ্গুর।
  • ভারত-বাংলাদেশ টেস্টে ভরসা লাঙ্গুর প্রজাতির প্রাণী। আর সেটা করাও হয়েছে বাঁদরের হাত থেকে বাঁচার জন্য!
  • উত্তরপ্রদেশের টেস্টে নিরাপত্তার অভিনবত্ব ইতিমধ্যেই কাত সোশাল মিডিয়া।
Advertisement