shono
Advertisement
Indian Athlete

সবার আগে ছিলেন ভারতীয় অ্যাথলিট, অতি আবেগে পুড়ল কপাল! দেখুন ভিডিও

মুহূর্তের ভুলে হাতছাড়া সোনা!
Published By: Kishore GhoshPosted: 06:51 PM Apr 16, 2025Updated: 09:26 PM Apr 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলা থেকে শিল্পের দুনিয়া, সব ক্ষেত্রে সাফল্য অর্জনে আবেগ জরুরি। তবে নিয়ন্ত্রিত আবেগ। অনুর্ধ্ব আঠারো এশিয়ান চাম্পিয়ানশিপের পাঁচ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় অনিয়ন্ত্রিত আবেগের ফল ভুগতে হল ভারতীয় অ্যাথেলিট নীতিন গুপ্তাকে। নিজের দক্ষতায় সবার আগে হাঁটছিলেন তিনি। কিন্তু ফিনিশিং লাইনে পৌঁছনোর আগে উৎসবে মেতে ওঠেন। এর ফল ভুগতে হল তাঁকে। শেষ পর্যন্ত দ্বিতীয় হয়ে রৌপ্য পদক পেলেন তিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অতি আবেগের এই ঘটনার ভিডিও।

Advertisement

ভিডিওটিতে দেখা গিয়েছে, পাঁচ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতার শেষ ৫০ মিটারে সবার আগে হাঁটছেন উত্তরপ্রদেশের বাসিন্দা নীতীন। তাঁর পিছনে ছিলেন চিনের অ্যাথেলিট ঝু নিনঘাও। সোনা পাচ্ছেন ভেবে আবেগপ্রবণ হয়ে যান ভারতীয় অ্যাথেলিট। দুরন্ত গতিতে হাঁটার মাঝেই দু'হাত তুলে আনন্দ করেন। মাক্রো সেকেন্ডের সেই উদযাপনে বিপত্তি হয়। ঝু নিনঘাও পিছনে ফেল দেন নীতীনকে। শেষ পর্যন্ত সোনা জিতে নেন চিনের অ্যাথেলিটই। নিয়ন্ত্রণহীন আবেগের খেসারত দিয়ে রুপোর মেডেল পান ভারতীয় যুবক।

নীতীনের যোগ্যতা প্রশ্নাতিত। অনুর্ধ্ব আঠারো এশিয়ান চাম্পিয়ানশিপে দেশের হয়ে প্রথম পদক পেলেন তিনিই। অনুর্ধ্ব সতেরো ৫ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড তাঁর নামেই লেখা। অনুর্ধ্ব সতেরো এবং অনুর্ধ্ব কুড়ি হাঁটায় প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড রয়েছে তাঁর। যদিও এদিনের ঘটনায় বড় শিক্ষা পেলেন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঁচ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতার শেষ ৫০ মিটারে সবার আগে হাঁটছেন উত্তরপ্রদেশের বাসিন্দা নীতীন।
  • অনুর্ধ্ব আঠারো এশিয়ান চাম্পিয়ানশিপে দেশের হয়ে প্রথম পদক তিনিই পেলেন।
Advertisement