shono
Advertisement
Death

শেষকৃত্যের পয়সা নেই, দু’বছর বাবার দেহ আলমারিতে লুকিয়ে রাখলেন নিরুপায় ছেলে!

সুজুকিকে গ্রেপ্তার করে পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 03:58 PM Apr 27, 2025Updated: 10:53 AM Apr 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষকৃত্যের পয়সা নেই। তাই দু’বছর ধরে আলমারিতেই বাবার দেহ লুকিয়ে রাখলেন ছেলে। ঘটনাটি ঘটেছে জাপানের টোকিও শহরে। পুলিশ ইতিমধ্যে ওই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম নবুহিকো সুজুকি। পেশায় তিনি রেস্তোরাঁ ব্যবসায়ী।

Advertisement

জাপানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সুজুকি এক সপ্তাহ ধরে তাঁর রেস্তোরাঁটি খোলেননি। এমনকী তাঁর খোঁজও পাওয়া যাচ্ছিল না। এরপরই প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশে। সুজুকির খোঁজে আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছন। পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালানোর সময় একটি আলমারির ভিতর থেকে সুজুকির বাবার কঙ্কাল উদ্ধার হয়। ঘটনার কিছু সময় পরই এলাকার বাইরে থেকে সুজুকিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশি জেরায় সুজুকি জানিয়েছেন, বেশ কিছু বছর ধরেই তিনি আর্থিক অনটনে ভুগছেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে তাঁর  বাবার মৃত্যু হয়। কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য তাঁর কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। এরপরই তিনি দেহটি আলমারিতে লুকিয়ে রাখার পরিকল্পনা করেন। কিন্তু কী কারণে সুজুকির বাবার মৃত্যু হল, সেটি এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে সুজুকির দাবি, একদিন রাতে বাড়ি ফিরে তিনি তাঁর বাবাকে ঘরে মৃত অবস্থায় উদ্ধার করেন। শুধু তাই নয়, সুজুকির বিরুদ্ধে তাঁর বাবার পেনশনের টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে বলে পুলিশ সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অন্ত্যেষ্টিক্রিয়ার পয়সা নেই।
  • দু’বছর ধরে আলমাড়িতেই বাবার দেহ লুকিয়ে রাখলেন ছেলে।
  • ঘটনাটি ঘটেছে জাপানের টোকিও শহরে।
Advertisement