shono
Advertisement

২১৭ বার কোভিডের টিকা নিলেন ৬২ বছরের বৃদ্ধ! তার পর…

কী পার্শ্বপ্রতিক্রিয়া হল?
Posted: 03:48 PM Mar 06, 2024Updated: 03:48 PM Mar 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাণ্ড জেনে চোখ কপালে উঠেছে চিকিৎসক ও গবেষকদের। ৬২ বছর বয়সি এক জার্মান ব্যক্তি দাবি করেছেন যে, তিনি নাকি মোট ২১৭ বার কোভিডের টিকা (Covid Vaccine) নিয়েছেন। প্রশাসনের চোখ এড়িয়ে একাজ কী করে করলেন, এর পরেও তিনি সুস্থ রইলেন কীভাবে, তাঁর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এখন কী অবস্থায় রয়েছে, এমন হাজারও প্রশ্ন উঠছে।

Advertisement

২০২০ সালে ভয়ংকর মহামারি কোভিড ছড়িয়ে ছিল গোটা বিশ্বে। মৃত্যু হয় লক্ষ লক্ষ মানুষের। কোভিড থেকে রক্ষা পেতে গবেষকরা তৈরি করেন টিকা। এর পর গোটা বিশ্বেই রক্ষাকবচ হয়ে ওঠে ওই টিকা। তবে কেউ কেউ অভিযোগ করেছিলেন, কোভিডের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। এমনকী কিছু ক্ষেত্রে মৃত্যু হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। প্রশ্ন উঠছে, সেই টিকা এক ব্যক্তি ২১৭ বার নিলেন কীভাবে?

 

[আরও পড়ুন: মাঝআকাশে বিমানের শৌচাগারে বসে বিড়িতে ‘সুখটান’! ধোঁয়া দেখেই আতঙ্ক, তার পর…]

বৃদ্ধ সংবাদমাধ্যমে ওই পরিমাণ টিকা নেওয়ার কথা জানানোর পরে চিকিৎসক তথা গবেষক মহলে হুলস্থুল পড়ে যায়। মিউনিখ ও ভিয়েনার চিকিৎসকেরা বৃদ্ধের সঙ্গে যোগাযোগ করে তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা করেন। ইনস্টিটিউট অফ মাইক্রোবায়োলজি-ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি ও হাইজিনের ডিরেক্টর কিলিয়ান স্কুবার লিখিত বিবৃতিতে জানান, ওই ব্যক্তি ৯ মাসের মধ্যে আটটি ভিন্ন ধরনের ১৩৪টি কোভিড টিকা নিয়েছেন। মোট ২৯ মাসের ব্যবধানে ওই ২১৭ বার কোভিড টিকা নিয়েছেন। স্কুবার আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত ওই ব্যক্তির শরীরে টিকার কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া মেলেনি। ৬২ বছরের বৃদ্ধ বহাল তবিয়তেই আছেন।

 

[আরও পড়ুন: সনাতন ধর্মকে ‘অপমান’ করেছেন ডিএমকে সাংসদ, ‘রাম-রামায়ণ’ মন্তব্যে পালটা বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার