shono
Advertisement
Nadia

বমি করলেই বেরচ্ছে ফেনা! মদ ভেবে এ কী খেলেন বৃদ্ধ?

কী বলছেন চিকিৎসকরা?
Published By: Subhankar PatraPosted: 09:23 PM Jun 17, 2025Updated: 09:40 PM Jun 17, 2025

সুবীর দাস, কল্যাণী: বাড়িতে অনুষ্ঠান। সকাল থেকেই ভিড় আত্মীয়দের। এই আবহে মদ্যপান করছিলেন এক বৃদ্ধ। নেশা অবস্থায় অসাবধানতায় ঘটে গেল মারাত্মক ভুল। তাতেই বাধে বিপত্তি। কিন্তু কী করলেন বৃদ্ধ? না মদভেবে খেয়ে ফেলেন জীবাণুনাশক তরল। বমি করতেই ফেনা বেরতে থাকে। তীব্র অসুস্থ বোধ করেন। পেটে ব্যথায় কাবু হয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। 

Advertisement

বৃদ্ধের নাম নির্মল সর্দার। বয়স ৬০ বছর। তিনি চাকদহ থানার এনায়েতপুর গ্রামের বাসিন্দা। বাড়িতে পারিবারিক অনুষ্ঠান ছিল। সকাল থেকেই মদ্যপান করছিলেন তিনি। নেশাগ্রস্ত হয়ে পড়েন। নেশা কিছুটা কাটতেই ফের মদের খোঁজ করেন তিনি। সেই সময় নির্মলবাবু অসাবধানতাবশত ঘরে রাখা ডেটলের বোতল থেকে পান করে ফেলেন কিছুটা তরল। তারপর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন। কিছুক্ষণ পরেই শুরু হয় বমি। বেরতে থাকে ফেনা! বমির গন্ধে নির্মলবাবু ও তার পরিবার বুঝতে পারে ডেটল খেয়ে ফেলেছেন তিনি। আত্মীয়রা দ্রুত তাকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা ঠিক রয়েছে।

চিকিৎসকরা জানান, তার অবস্থা স্থিতিশীল হলেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, ডেটল সেবন শরীরের জন্য ক্ষতিকর। এতে কেমিক্যাল থাকে যা হজমপ্রণালীর মারাত্মক ক্ষতি করতে পারে। তবে ওই বৃদ্ধকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়িতে অনুষ্ঠান। সকাল থেকেই ভিড় আত্মীয়দের। এই আবহে মদ্যপান করছিলেন এক বৃদ্ধ। নেশা অবস্থায় অসাবধানতায় ঘটে গেল মারাত্মক ভুল।
  • তাতেই বাধে বিপত্তি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত সুস্থ তিনি। কিন্তু কী করলেন বৃদ্ধ?
  • মদভেবে খেয়ে ফেলেন ডেটল। বমি করতেই ফেনা বেরতে থাকে। তীব্র অসুস্থ বোধ করেন। পেটে ব্যথায় কাবু হয়ে পড়েন।
Advertisement