shono
Advertisement
Rabindranath Tagore

কুষ্টিয়া যাওয়ার পথে মাজদিয়া স্টেশনে অপেক্ষা করতেন রবীন্দ্রনাথ, রেলের তরফে সংরক্ষিত সেই ঘর

অনেক সময় স্টেশনের ওই ঘরে তিনি লেখালিখিও করেছেন।
Published By: Suhrid DasPosted: 05:05 PM May 09, 2025Updated: 05:42 PM May 09, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া স্টেশন ইতিহাসের দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওই স্টেশনেই অপেক্ষা করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক সময় স্টেশনের একটি ঘরে তিনি একটি চেয়ারে বসে লেখালিখিও করেছেন। এত দিন পরেও সেই স্টেশন এখনও বিশ্বকবির স্মৃতিসাক্ষ্য বহন করছে। স্টেশনের সেই ঘর, চেয়ার এখনও সংরক্ষণ করা রয়েছে।

Advertisement

বাংলাদেশের শিলাইদহ কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক ভিটেবাড়ি। অবিভক্ত ভারতবর্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি ছিল নদিয়ায়। সে সময় তখন নদিয়ার মহকুমা ছিল পাঁচটি, রানাঘাট, কৃষ্ণনগর, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছেন এই বাড়িতেই। এই বাড়ি থেকেই একাধিক উপন্যাস, কবিতা , গান রচনা করেছেন। বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়ায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি। তখন চলছিল ব্রিটিশ রাজত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা মেলে কলকাতা থেকে কুষ্টিয়ায় যেতেন পৈত্রিক ভিটেতে মাঝেমধ্যেই। তিনি যখন কলকাতা থেকে কুষ্টিয়ায় শিলাইদহ বাড়িতে যেতেন, তখন মাজদিয়া স্টেশনে বেশ কিছু সময় ট্রেনটি দাঁড়াত। মাজদিয়া স্টেশনের পরের স্টেশনটি ছিল বানপুর স্টেশন।

স্টেশনের সংরক্ষিত এলাকা। নিজস্ব চিত্র

এখন গেদে নামে যে আন্তর্জাতিক স্টেশন রয়েছে, তখন এখানে কোনও স্টেশন ছিল না। পরবর্তী স্টেশন ছিল দর্শনা, যা এখন বাংলাদেশের মধ্যে রয়েছে। সেই কারণে মেল ট্রেনে মাজদিয়া স্টেশনে দাঁড়াত অনেকটা সময়। রবীন্দ্রনাথ ঠাকুর মাজদিয়া স্টেশনের একটি গেস্ট রুমে ইজি চেয়ারে বসতেন। তিনি যে ইজি চেয়ারটিতে বসতেন, পরবর্তীতে সেই চেয়ারটি রেল কর্তৃপক্ষ সংরক্ষণ করে কাঁচের ঘরে রেখে দেয়। আজও সেই চেয়ারটি সযত্নে রয়েছে মাজদিয়া স্টেশনে। স্থানীয় বাসিন্দা সন্তোষকুমার দাস বলেন, "আমাদের গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মানুষ মাজদিয়া স্টেশনে বসতেন। তাঁর পাদস্পর্শে আজও ধন্য মাজদিয়া।"

কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিসকুমার বিশ্বাস বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই মাজদিয়া স্টেশনে বসে আরাম কেদারায় বিশ্রাম নিতেন। কবিকে সম্মান দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষ চেয়ারটিকে একটি ঘরে সযত্নে রেখে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে কবি-সাহিত্যিকরা এসে নিজের চোখে দেখে যান এই আরাম কেদারাটিকে।" আজ শুক্রবার ২৫ বৈশাখে ফের রবীন্দ্রনাথ ঠাকুরকে সেখানে গিয়ে স্মরণ করেন অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া স্টেশন ইতিহাসের দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ।
  • ওই স্টেশনেই অপেক্ষা করতেন রবীন্দ্রনাথ ঠাকুর।
  • এত দিন পরেও সেই স্টেশন এখনও বিশ্বকবির স্মৃতিসাক্ষ্য বহন করছে।
Advertisement