সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে অঙ্গনওয়াড়ি স্কুলের খুদে পড়ুয়ার আর্জি ভাইরাল হয়েছিল গত ফেব্রুয়ারিতে। কচি স্বরে সে মায়ের কাছে মনের দুঃখ প্রকাশ করে বলেছিল, স্কুলে উপমা খেতে মোটে ভালো লাগে না তার। বরং 'বিরনানি' (বিরিয়ানি) এবং পোরিচা কোজি (চিকেন ফ্রাই) পেলে বেশ হত। এমন মিষ্টি আকুতির ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। আর তা কানে পৌঁছেও যায় কেরলের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী বীণা জর্জের। অবশেষে অঙ্গনওয়াড়ির মেনুতে যুক্ত হল ডিম বিরিয়ানি।
আর এপ্রসঙ্গে বলতে গিয়ে বীণা জর্জ বলেন, ''শঙ্কু নামে এক ছোট্ট বাচ্চার ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে শোনা গিয়েছিল, সে তার মাকে বলছে, তার উপমা খেতে ভালো লাগে না। বরং বিরিয়ানি আর চিকেন ফ্রাই খেতে চায়। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পরই তার অঙ্গনওয়াড়ি-সহ বহু জায়গাতেই বিরিয়ানি খাওয়ানো হচ্ছে।''
কীভাবে মেনুতে এই নতুন সংযোজন করা সম্ভব হল? বীণা জানাচ্ছেন, ''আমরা ভাবছিলাম কী করে করা যায়। অঙ্গনওয়াড়িতে ডিম এমনিতেই দেওয়া হত। আমরা সেটা বাড়িয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন করে দিলাম। তারপরই ডিম বিরিয়ানির পরিকল্পনা করা হল।'' এরই পাশাপাশি মেনুতে যোগ হয়েছে আরও নানা পদ। নিউট্রি লাড্ডু (ফাইবার ও প্রোটিনে সমৃদ্ধ লাড্ডু), ডাল পায়েসম (দক্ষিণ ভারতীয় মিষ্টি), সোয়া ড্রাই ফ্রাই, গমের পোলাও।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে শঙ্কুর ভিডিওটি ভাইরাল হয়েছিল। ছোট্ট শিশুটির মুখে 'বিরনানি' খেতে চাওয়ার আবদার ভাইরাল হয়েছিল। অবশেষে সেই ভিডিওই বদলে দিল দক্ষিণী রাজ্যের অঙ্গনওয়াড়ির মেনু।
