shono
Advertisement
Japan

ভয়াল সুনামিতে তছনছ হবে জাপান! 'নতুন বাবা ভাঙ্গা' তাতসুকির ভবিষ্যদ্বাণী ঘিরে শোরগোল

কী বলছেন বিজ্ঞানীরা?
Published By: Biswadip DeyPosted: 02:11 PM May 27, 2025Updated: 02:12 PM May 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে বলা হচ্ছে জাপানের নতুন বাবা ভাঙ্গা! পেশায় তিনি মাঙ্গা শিল্পী। কিন্তু এরই পাশাপাশি ভবিষ্যদ্বক্তা হিসেবেও পরিচিতি ক্রমেই বেড়ে চলেছে রিও তাতসুকির। আর সেই তিনিই জানিয়েছেন, ২০২৫ সালের জুলাইয়ে মেগা-সুনামিতে তছনছ হয়ে যাবে জাপান! এহেন ভয়ংকর দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। অতীতে নাকি তাতসুকির বলা অনেক কথাই ফলে গিয়েছে। ফলে এবারও সবাই আতঙ্কিত। ইতিমধ্যেই ওই সময়ে জাপানে সফরকারী বহু পর্যটক তাঁদের সফর বাতিল করেও দিয়েছেন!

Advertisement

১৯৯৯ সালে প্রকাশিত হয়েছিল তাতসুকির 'দ্য ফিউচার আই স'। সেই বইয়ে অনেকটা মাঙ্গার স্টাইলেই ডায়রির মতো করে নানা স্বপ্নের কথা লিখে রেখেছিলেন তিনি। করেছিলেন কিছু ভবিষ্যদ্বাণী। যা পরবর্তী সময়ে সত্যি হতে দেখা গিয়েছে অনেকাংশেই। ২০২১ সালে সেই বইয়ের একটি নয়া সংস্করণে তাতসুকি যুক্ত করেন একটি নতুন ভবিষ্যদ্বাণী। জানান, তিনি স্বপ্নে দেখেছেন জাপান ও ফিলিপিন্সের মধ্যে সমুদ্রের তলায় ফাটল লক্ষ করেছেন। আর তাতেই পরিষ্কার ইঙ্গিত মিলছে জুলাই মাসে ভয়াবহ সুনামি হবে জাপানে!

আর এতেই শুরু হয়েছে শোরগোল। দক্ষিণ কোরিয়া ও চিন থেকে যে পর্যটকরা ওই সময় জাপানে আসবেন বলে ঠিক করেছিলেন তাঁরা সেই প্ল্যান বাতিল করতে শুরু করেছেন। এতে প্রমাদ গুনছেন পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা। তাঁদের দাবি, কোথাও কোথাও ৫০ শতাংশ 'ড্রপ' লক্ষ করা যাচ্ছে। কোভিডের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর পর এবার নতুন করে এমন ঘটনায় অস্বস্তিতে তাঁরা।

কিন্তু সত্যিই কি ওই সময়ে সুনামি হতে পারে? এমন দাবি উড়িয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। আধুনিক বিজ্ঞানে ভূমিকম্পের আগাম একটা আঁচ অনেক সময়ই পাওয়া যায়। কিন্তু বছরের ওই সময়ে তেমন কোনও বিপদের আশঙ্কা কিন্তু জাপানে নেই। ফলে অকারণে আতঙ্কিত হওয়ার কোনও কারণ দেখছেন না তাঁরা। বিষয়টাকে নেহাতই গুজব বলেই দাবি করেছেন। ইতিমধ্যেই জাপান প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করেই এমন দাবি করা হয়েছে। বলা হয়েছ, এই ধরনের আজগুবি কথায় কান না দিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁকে বলা হচ্ছে জাপানের নতুন বাবা ভাঙ্গা! পেশায় তিনি মাঙ্গা শিল্পী। কিন্তু এরই পাশাপাশি ভবিষ্যদ্বক্তা হিসেবেও পরিচিতি ক্রমেই বেড়ে চলেছে রিও তাতসুকির।
  • আর সেই তিনিই জানিয়েছেন, ২০২৫ সালের জুলাইয়ে মেগা-সুনামিতে তছনছ হয়ে যাবে জাপান!
  • এহেন ভয়ংকর দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
Advertisement