সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দিরে ‘গুপ্তধনে’র হদিশ! ঘটনায় থমকালো উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি গ্রামের মন্দিরের সংস্কারের কাজ। দেবালায়ের চারপাশে পাঁচিল তোলার কাজ চলছিল। আচমকা মাটি খুঁড়তে গিয়ে হোঁচট খান নির্মাণ কর্মীরা। দেখা যায় মাটির তলায় পোঁতা রয়েছে প্রচুর পরিমাণ প্রাচীন মুদ্রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা মুদ্রাগুলি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে মন্দিরে গুপ্তধন মেলার খবরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মন্দির ভিড় করেন স্থানীয়রা। শেষ পর্যন্ত নির্বিঘ্নেই প্রাচীন ওই মুদ্রা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
ঘটনাটি উত্তরপ্রদেশের হুসেনপুর গ্রামের সতীধাম মন্দিরের। রবিবার ওই মন্দির চারপাশে পাঁচিল তোলার কাজ চলছিল। মাটি খুঁড়তে গিয়ে চমকে ওঠেন নির্মাণ কর্মীরা। সেখানে ছোট ছোট পুরনো মুদ্রা দেখতে পান তাঁরা। এরপর দেওয়াল গাঁথার কাজ বন্ধ করে পুলিশের উপস্থিতিতে মুদ্রা উদ্ধারের কাজ শুরু হয়। সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ৪০০ মুদ্রা উদ্ধার হয়েছে। মুদ্রাগুলিতে আরবি ভাষায় কিছু লেখা রয়েছে। অনুমান করা হচ্ছে সেগুলি মুঘল আমলের।
[আরও পড়ুন: ‘দেহব্যবসা অপরাধ নয়, যদি…’, মহিলাকে মুক্তি দিয়ে রায় মুম্বইয়ের আদালতের]
ইতিমধ্যে প্রত্নতাত্ত্বিক বিভাগকে খবর দিয়েছে পুলিশ। তারা উদ্ধার হওয়া মুদ্রাগুলি খতিয়ে দেখবেন। তারপরই সেগুলি কত প্রাচীন তা জানা যাবে। এদিক মুদ্রা উদ্ধার হওয়ায় আপাতত নির্মাণ কাজ স্থগিত রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এরপর পুলিশ এবং প্রত্নতাত্ত্বিক বিভাগের আধিকারিকদের নির্দেশে মন্দিরে খননকার্য শুরু হতে পারে।