shono
Advertisement

আপনি কি কৃষ্ণকলি? সাহস করে এই রঙেই হয়ে উঠুন অনন্যা

জেনে নিন কোন কোন রং ভাল লাগবে আপনাকে৷ The post আপনি কি কৃষ্ণকলি? সাহস করে এই রঙেই হয়ে উঠুন অনন্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:58 PM Nov 14, 2018Updated: 09:58 PM Nov 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবি যতই কৃষ্ণকলির প্রশংসা করুন না কেন, গায়ের রং নিয়ে খুঁতখুঁতানি থাকে সকলেরই৷ বিশেষ করে একটু চাপা গায়ের রং যাঁদের৷ জামাকাপড় কিনতে গিয়ে অনেক সময়ই চিন্তিত হয়ে পড়েন তাঁরা৷ পোশাক পছন্দ হলেও, স্রেফ এই রং তাঁর গায়ে মানাবে কি না, এই ভয়েই কেনেন না অনেকেই৷ কিন্তু গায়ের রঙের কথা ভেবে নিজেকে গুটিয়ে রাখার দিন আর নেই৷ সময় এসেছে বদলানোর৷ এই চিন্তাভাবনা থাকলে তা এখনই বদলে ফেলুন৷ ফরসা নয়, গায়ের রং অপেক্ষাকৃত কালো হলেই বরং পোয়াবারো৷ যেকোনও রঙের পোশাকই পরুন না কেন, আপনি হয়ে উঠতে পারেন অনন্যা৷

Advertisement

নীল: আপনার গায়ের রং কালো তো কী হয়েছে? কোনও দ্বিধা না করেই বেছে নিন নীল রঙের পোশাক৷ জিনস হোক বা টি-শার্ট কিংবা শাড়ি সবেতেই থাক নীলের ছোঁয়া৷ তাই এবার থেকে অফিসই হোক বা কোনও অনুষ্ঠান নীলাম্বরী সাজে হয়ে উঠুন আকর্ষণীয়৷

[শীত আসছে, জানেন কোন পোশাক এবার ফ্যাশনে ইন?]

লাল: লাল রং মন কাড়ে সকলেরই৷ কিন্তু আমাদের অনেকেরই ধারণা, দুধে-আলতা গায়ের রং না হলে নাকি এই রং মানায় না৷ কৃষ্ণকলিরা তাই লাল রঙের পোশাক পরতে একটু ভয়ই পান৷ তবে জানেন কি, আপনার এই ধারণার কোনও সারবত্তা নেই৷ লাল রঙের পোশাকে আপনি নজর কাড়তে পারেন সকলের৷ তাই আজ থেকেই এই ধারণা পালটে ফেলুন৷ আপনার আলমারি ভরিয়ে তুলুন লাল রঙের পোশাকে৷

সবুজ: আপনার গায়ের রং কালো হলে প্রথমেই বেছে নিন সবুজ রঙের পোশাক৷ গায়ের রঙ উজ্জ্বল করে তোলার জন্য এই রঙের কোনও বিকল্প হতেই পারে না৷

সোনালি: কৃষ্ণকলিদের সঙ্গে সোনালিও কিন্তু মন্দ লাগবে না৷ তাই বিয়েবাড়ি বা অন্য কোনও অনুষ্ঠানে যাওয়ার সময় সোনালি রঙের কোনও পোশাক বেছে নিতেই পারেন আপনি৷ ওই পোশাকে সেজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন৷ নিজেই নিজেকে দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনি৷

[সুন্দর চুল পেতে এই ৫ অভ্যাস বদলাতেই হবে আপনাকে]

ধূসর: আপনি কি একটু অন্যরকম রঙের পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে ভালবাসেন? তবে আপনি ধূসর রঙের পোশাক ট্রাই করে দেখতেই পারেন৷ এই রঙের পোশাকে আপনাকে সুন্দর লাগতে বাধ্য৷

কালো: লেট নাইট পার্টি হোক কিংবা দুপুরের অনুষ্ঠান কালো রঙের পোশাক সব জায়গাতেই মানিয়ে যায়৷ কিন্তু আপনার চিন্তা অন্য৷ আক্ষেপের সুরে বারবারই মন প্রশ্ন করে, এই গায়ের রঙের সঙ্গে কালো পোশাক মানাবে তো? এসব চিন্তা ভুলে কিনে ফেলুন কালো রঙের পোশাক৷ পরে ফেলুন৷ আপনার রূপের প্রশংসা পেতে বাধ্য৷

[বিয়ের সাজ মাটি করতে না চাইলে লেহেঙ্গা কেনার আগে এগুলি খেয়াল রাখুন]

গোলাপি: মহিলাদের গোলাপি রঙের প্রতি একটা আলাদা দুর্বলতা থাকেই৷ কিন্তু অনেকেই ভাবেন কালো গায়ের রং হলে গোলাপি পোশাক হয় তো ভাল লাগবে না৷ কিন্তু জানেন কি, এই রং আপনার জন্য আদর্শ৷ তাই ভুলে যান এই ভাবনা৷ নিজেকে আরও উজ্জ্বল করে তোলার জন্য গোলাপি পোশাকেই সেজে উঠুন আপনি৷

সাদা: সামনেই বিয়েবাড়ির মরশুম৷ ভাবছেন অনুষ্ঠানের রাতে একটু অন্যরকম সাজে সাজতে শিফন শাড়ি কিনবেন? কিন্তু কোন রঙের শাড়ি কিনবেন বুঝতে পারছেন না, তাই তো? চিন্তা নেই৷ সব চিন্তা ভুলে সাদা রঙের একটি শিফন কিনেই ফেলুন৷ আপনি কালো হোন বা ফরসা, এই রঙের শাড়িতে সুন্দর হয়ে উঠতে বাধ্য৷

The post আপনি কি কৃষ্ণকলি? সাহস করে এই রঙেই হয়ে উঠুন অনন্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement