shono
Advertisement

ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছেন, আজ ফের চমক দেবেন এই পাক ফ্যান

তাঁর কীর্তিকে কুর্নিশ জানাবেন আপনিও৷ The post ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছেন, আজ ফের চমক দেবেন এই পাক ফ্যান appeared first on Sangbad Pratidin.
Posted: 11:24 AM Sep 23, 2018Updated: 11:24 AM Sep 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে যখন ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদ করছে পাক রেঞ্জার্সরা, তখনই ক্রিকেটের ময়দানে সম্প্রীতির অনন্য নজির গড়েছেন পাক নাগরিক আদিল রাজ৷ শেষ ভারত-পাক ম্যাচে গ্যালারিতে বসে ভারতীয় জাতীয় সংগীতে গলা মিলিয়েছেন তিনি ৷ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিও৷ প্রশংসা আসে সব মহল থেকে৷ চরম বিরোধের আবহেও শান্তির আশার আলো জাগিয়ে রবিবারের ভারত-পাক ম্যাচেও নতুন কিছু করতে চান এই ক্রিকেট অনুরাগী৷ বিশ্বের কাছে বার্তা দিতে ভারত-পাকিস্তান ‘এক এবং অনন্য’৷

Advertisement

[বাংলাদেশের বিরুদ্ধে বিরল রেকর্ড গড়ে কিংবদন্তীদের তালিকায় ধাওয়ান]

ওই দিনের অভিজ্ঞতা বলতে গিয়ে এখনও গায়ের লোম খাঁড়া হয়ে যায় আদিল রাজের৷ জানান, সেদিন আবুধাবির স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ভারতীয় অনুরাগীদের দেখেই অনুপ্রাণিত হন তিনি৷ লক্ষ্য করেন, পাক জাতীয় সঙ্গীতকে যথাযোগ্য সম্মান দিচ্ছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা৷ এরপরেই তাঁর মনে নতুন কিছু করার ইচ্ছা জাগে৷ ভারতে জাতীয় সংগীতে তিনিও গলা মেলান৷ সেই ভিডিও নিজেই আবার পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়৷ এমন অভিনব ঘটনার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি৷ প্রতিবেশী দেশ, বিশেষ করে যাদের পারস্পরিক শত্রুতা সর্বজনবিদিত, তেমন দেশের জাতীয় সংগীতকে সম্মান জানানোর জন্য আদিল রাজের প্রশংসায় পঞ্চমুখ সকলেই৷

[বলিউডে পা রাখছেন বিরাট! প্রকাশ্যে ছবির পোস্টারও]

কেমন ভাবে শিখলেন ভারতের জাতীয় সংগীত? আদিলের জবাব, করণ জোহরের সিনেমা থেকে৷ অর্থাৎ বিখ্যাত বলিউড সিনেমা ‘কভি খুশি কভি গাম’ থেকেই ভারতীয় জাতীয় সঙ্গীত কণ্ঠস্থ করেছেন তিনি৷ পাক প্রধানমন্ত্রীর মসনদে বসে ইমরান খান বলেছিলেন, ‘ভারত এক কদম এগোলে, পাকিস্তান দু’কদম এগোবে’৷ প্রধানমন্ত্রীর এই উক্তিকে বিশ্বাস করেন আদিলও৷ তাঁর বিশ্বাস, ক্রিকেটের মাধ্যমেই দুই দেশের সমস্যার সমাধান সম্ভব৷ রবিবাসরীয় বিকালে এশিয়া কাপে আবারও মুখোমুখি হতে চলেছে ভারত-পাক৷ রবিবারও স্টেডিয়ামে উপস্থিত থাকবেন আদিল রাজ৷ এদিন নতুন কিছু করার ইচ্ছা রয়েছে তাঁর৷ জানালেন, রবিবারের ম্যাচে ভারত ও পাকিস্তানের পতাকা একসঙ্গে ওড়াতে চান তিনি৷

The post ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছেন, আজ ফের চমক দেবেন এই পাক ফ্যান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement