সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে সম্প্রচারিত বিদেশি টিভি চ্যানেলের বিষয়বস্তুতে আপত্তি তুলল পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)। বিদেশি কেবল অপারেটর ও টিভি চ্যানেলগুলির সম্প্রচারের উপর এবার কড়া হাতে রাশ টানছে পাকিস্তান। আসন্ন সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তানে ডিটিএইচ পরিষেবা চালু হচ্ছে। তার আগে এই নয়া নিয়ম লাগু করে কি প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চাইছে ইসলামাবাদ, প্রশ্ন বিশেষজ্ঞ মহলের একাংশের! একইসঙ্গে যে কোনও ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার অবিলম্বে বন্ধ করারও নির্দেশ দিয়েছে পিইএমআরএ।
বুধবার পিইএমআরএ চেয়ারম্যান আবসার ইসলাম জানিয়েছেন, কেবল অপারেটর ও স্যাটেলাইট চ্যানেলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, বিদেশি বিষয়বস্তু সম্প্রচার নিয়ন্ত্রিত করতে হবে। প্রাইম টাইমে বিদেশি অনুষ্ঠান দেখানো যাবে না। অক্টোবরের ১৫ তারিখের মধ্যে বিদেশি চ্যানেলগুলির কর্তৃপক্ষকে তাদের শোয়ের সময়সীমা পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় ডিটিএইচ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ডিলারদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মোট ২৪ ঘন্টা এয়ার টাইমের মধ্যে মাত্র ১০% সময় বরাদ্দ করা হয়েছে বিদেশি অনুষ্ঠান দেখানোর জন্য। অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ভারতীয় চ্যানেলের প্রদর্শন বন্ধ করার চেষ্টা হয়েছে পাকিস্তানে, কিন্তু প্রতিবারই দর্শকদের চাপে পড়ে ভারতীয় চ্যানেলের সম্প্রচার জারি রাখতে হয়েছে।