shono
Advertisement

তিন টুকরো হবে পাকিস্তান! বর্তমান সরকারের কাজে তীব্র ক্ষোভ ইমরানের

পারমাণবিক হানার মোকাবিলা করতে পারবে না পাকিস্তান, দাবি ইমরানের।
Posted: 07:44 PM Jun 02, 2022Updated: 07:44 PM Jun 02, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন টুকরো হয়ে যাবে পাকিস্তান! চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশের পরিচালকরা সঠিক সিদ্ধান্ত না নিলে ভাগ হয়ে যাবে পাকিস্তান (Pakistan)। এমনকী, পারমাণবিক আঘাতের মোকাবিলা করার ক্ষমতাও চলে যাবে পাকিস্তানের। তিনি আরও বলেছেন, জনমত থাকলেও দেশের ভুল সিদ্ধান্তের কারণে ব্যাপক ক্ষতি হতে পারে পাকিস্তানের। উদাহরণ হিসাবে বেনজির ভুট্টোর সময়ের কথা উল্লেখ করেছেন ইমরান (Imran Khan)।

Advertisement

ইতিমধ্যেই আর্থিক বিপর্যয়ে ধুঁকছে পাকিস্তান। তার মধ্যেই ইমরান বলেছেন, “যদি দেশের প্রশাসন সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে আমি লিখে দিতে পারি পাকিস্তানের ধ্বংস অবশ্যম্ভাবী। সবার প্রথমে দেশের সেনাবাহিনী ধ্বংস হবে। তিন ভাগে ভেঙে দেওয়া হবে পাকিস্তানকে।” প্রাক্তন পাক প্রধানমন্ত্রী আরও বলেছেন, প্রবল অর্থাভাবে দেউলিয়া হতে চলেছে পাকিস্তান। তাদের পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে। তখন শত্রুপক্ষের আক্রমণের মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলবে পাকিস্তান।

[আরও পড়ুন: তালিবান নেতৃত্বের সঙ্গে বৈঠকে ভারত, কাবুল পৌঁছল প্রতিনিধি দল]

ইমরানের এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন আসিফ আলি জারদারি (Asif Ali Zardari)। তিনি বলেছেন, “ইমরানের কথা কোনও পাকিস্তানি মানুষের বক্তব্য হতে পারে না। এটা আসলে মোদির কথা। ভারতের প্রধানমন্ত্রীর বোঝা উচিৎ, ইমরানের ক্ষমতাই পৃথিবীতে সব কিছু নয়। নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করুন মোদি।” প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা শোনা গিয়েছে ইমরানের মুখে। বিশেষজ্ঞদের মতে, আসলে বর্তমান পাক শাসকের নিন্দা করতে গিয়ে আখেরে ভারতের পক্ষে কথা বলছেন ইমরান। জারদারি তাঁর দলের কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন, পথে নেমে ইমরানের মন্তব্যের প্রতিবাদ করতে। সরকারে ইমরানের জোটসঙ্গী দলের নেতা তালাল চৌধুরী বলেছেন, ক্ষমতা হারিয়েই পাকিস্তান ভেঙে যাওয়ার কথা বলছেন ইমরান।

প্রসঙ্গত, আগাম নির্বাচনের দাবিতে বিশাল মিছিল বের করেন ইমরান। সেই মিছিলে সমর্থকদের হেনস্তা করেছে প্রশাসন, এমনটাই দাবি করেছেন তিনি। সুপ্রিম কোর্টের কাছে ইমরান জানতে চেয়েছেন, শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করার অধিকার আছে কিনা। শীর্ষ আদালতের রায় বেরোলেই আবার মিছিল বের করবেন, হুঁশিয়ারি দিয়েছেন ইমরান।

[আরও পড়ুন: প্রতিদিন প্রাণ দিচ্ছেন ১০০ ইউক্রেনীয় সেনা, যুদ্ধের ভয়াবহতা তুলে ধরলেন জেলেনস্কি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement