সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে (T20 World Cup) অবশেষে জয়ের মুখ দেখল পাকিস্তান (Pakistan)। রবিবার পারথে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছয় উইকেটে জয় পেল বাবর আজমের দল। পরপর দুই ম্যাচে হারের পরে এই জয় পেলেও খুব একটা স্বস্তিতে থাকতে পারবেন না পাক সমর্থকরা। কারণ পাক ব্যাটারদের বেশ সমস্যায় ফেলে দিয়েছিলেন ডাচ বোলাররা। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে মাঠ ছেড়েছে পাকিস্তান। অন্যদিকে, হ্যারিস রউফের বলে রক্তাক্ত হয়ে মাঠ ছাড়তে হয় ডাচ ব্যাটার বাস ডি’লিডকে।
তবে এই ম্যাচের প্রথম থেকেই দাপট দেখিয়েছেন পাক বোলাররা। পারথের গতিময় পিচে আগুন ঝরিয়েছেন হ্যারিস রউফ, মহম্মদ ওয়াসিমরা। পিছিয়ে ছিলেন না পাক স্পিনার শাদাব খানও। তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের সর্বোচ্চ উইকেটশিকারি হলেন তিনি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু পাক বোলারদের দাপটে সেই কৌশল একেবারে ব্যর্থ হয়ে যায়। প্রথম থেকেই পাক আক্রমণের সামনে নড়বড় করতে থাকেন ডাচ ব্যাটাররা।
[আরও পড়ুন:‘অবসরের পরই কোকেনে আসক্ত হয়ে পড়েছিলাম’, বিস্ফোরক স্বীকারোক্তি ওয়াসিম আক্রমের]
নেদারল্যান্ডস ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে যান ওপেনার স্টেফান মাইবার্গ। এরপরেই ব্যাট করতে নামেন বাস ডি’লিড।ম্যাচের ষষ্ঠ ওভারে হ্যারিসের বাউন্সার সোজা হেলমেটের ফাঁক গলে বাসের চোখের তলায় গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন তিনি। ঘটনা দেখে ছুটে আসেন পাক ফিল্ডাররাও। রক্তাক্ত অবস্থায় মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন বাস। নির্ধারিত কুড়ি ওভারের শেষে মাত্র ৯১ রান তোলে নেদারল্যান্ডস। পাক বোলাররা ন’টি উইকেট তুলে নেন।
মাত্র ৯২ রানের টার্গেট থাকলেও বেশ সমস্যায় পড়ে পাক ব্যাটিং। অধিনায়কত্ব নিয়ে প্রবল চাপে থাকা বাবর আজম এদিনও ব্যর্থ হলেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র চার রান করে আউট হয়ে যান তিনি। বিশ্বকাপে প্রথমবার ব্যাটিং করতে নামেন ফখর জামান। মাত্র ২০ রান করেন তিনি। তবে পাক ব্যাটিংকে ধরে রাখেন মহম্মদ রিজওয়ান। মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি ফস্কান তিনি। ১৪ ওভারেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। তবে জিতেও খুব একটা লাভ হল না তাদের। পয়েন্ট তালিকায় এখনও পাঁচ নম্বরেই রয়েছে বাবর ব্রিগেড। তাদের উপরে রয়েছে জিম্বাবোয়ে, বাংলাদেশের মতো দলগুলি।