Advertisement
দোল পূর্ণিমায় 'দেব দোল', হোলির পরদিন রঙের উৎসবে মাতে রায়নার এই গ্রাম
ভাগবত গীতা নিয়ে গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে শুরু হয় রং খেলা।
রাজ আমলের প্রথা ছিল, হোলির পরেরদিন রং খেলা। রীতি মেনে আজও দোল পূর্ণিমার দুইদিন পর রঙের উৎসবে মাতে পূর্ব বর্ধমানের রায়নার বনতি গ্রাম।
১২৪২ বঙ্গাব্দে শিবনাথ দত্তর আমলে শুরু হয় এই দোল। দোল পূর্ণিমার দিন ওই গ্রামে 'দেব দোল' পালন করা হয়। এদিন দেবদেবীর পায়ে আবির দেওয়াই রীতি।
'দেব দোলে'র পরদিন শুরু হয় অষ্টম প্রহর। চারটি দল নামসংকীর্তন করে। এক লক্ষ মালা জপ, প্রতি প্রহরে শ্রীধর জিউ মন্দিরে ভোগ দেওয়া হয়।
Published By: Tiyasha SarkarPosted: 08:42 PM Mar 09, 2023Updated: 08:42 PM Mar 09, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
