সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমেল হাওয়ায় আলগা শীতের পরশ৷ পাইনের সারির মাঝে এঁকেবেঁকে আপন মনে হারিয়ে যাওয়া পথ৷ বিধাতার নিখুঁত তুলির টানেই এইভাবেই সেজে উঠেছে উত্তরাখণ্ডের পেওরা৷ কুমায়ুনের কোলে অবস্থিত ছোট্ট এই গ্রাম আলসেমির আদর্শ ঠিকানা৷
Advertisement
কী দেখবেন –
- সবুজে ঘেরা পেওরায় পর্যটকরা যান শান্তির খোঁজে৷ যেখানে দিনের শুরু হয় নন্দাদেবী ও ত্রিশূল শিখরের অপরূপ শোভায়৷
- বেলা বাড়লে হারিয়ে যেতে পারেন পাইন, ওক, রডোডেনড্রনের মাঝে৷
- চাইলে ঘুরে আসতে পারেন গ্রামের আঁকাবাঁকা পথে৷ যেখানে দেখা মিলবে সারিবদ্ধ আপেল গাছ, অর্কিডের সারির৷
- কাছেই ব্রিটিশ সাম্রাজ্যের ঐতিহ্য বহন করে রয়েছে আলমোরা অঞ্চল৷ চাইলে সাক্ষী হতে পারেন সেই ইতিহাসের প্রতিটি মুহূর্তের৷
- ট্রেকিং করতে যাঁরা ভালবাসেন, তাঁদের জন্য ৩০ কিলোমিটার দূরে রয়েছে মুক্তেশ্বর৷
কীভাবে যাবেন –
- পেওরার সবচেয়ে কাছের স্টেশন কাঠগোদাম৷ সেখান থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে৷
- সড়ক পথে গেলে যেতে হবে উত্তরাখণ্ডের হল্দওয়ানিতে৷ পেওরা থেকে যার দুরত্ব ৯০ কিলোমিটার৷
- বিমানে গেলে নামতে হবে দেরাদুন বিমানবন্দরে৷ সেখান থেকে ২৯০ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি গ্রাম৷
কোথায় থাকবেন –
পর্যটক মহলে এখনও সেভাবে জনপ্রিয় হয়নি পেওরা৷ তাই বেশিরভাগ পর্যটককেই হোম স্টে-তে থাকতে হয়৷ তবে পেওরা ডাকবাংলোতে থাকার সুযোগ পেলে ছাড়বেন না৷ কারণ এখান থেকে কুমায়ুন পর্বতমালা দেখার অভিজ্ঞতা অনন্য৷
The post আলগা শীতের ছোঁয়ায় সেজে উঠেছে পেওরা appeared first on Sangbad Pratidin.