করোনা অতিমারীর এই আতঙ্কের পরিমণ্ডলে ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান প্রবীণরা ঝুঁকছেন উইল বা ইচ্ছাপত্র প্রস্তুত করে রাখার দিকে। কী কী দিকে তাঁদের সতর্ক থাকতে হবে, কোন কোন দিকে দিতে হবে বিশেষ এবং কড়া নজর, সেই বিষয়এ বিস্তারিত ব্যাখ্যা দিলেন কলকাতা হাই কোর্টে প্র্যাকটিসরতা আইনজীবী শোহিনী চক্রবর্তী।
এই ভীতিপ্রদ প্যানডেমিকের আবহাওয়ায় সাধারণভাবে ‘উইল’ বা ইচ্ছাপত্র লেখার ঝোঁক যে বেড়েছে, সে ব্যাপারে সন্দেহ নেই। স্থাবর বা অস্থাবর সম্পত্তি, দুই-ই ইচ্ছাপত্রের মাধ্যমে নিজের পছন্দের যে কোনও ব্যক্তিকে দেওয়া যায়। এমনকী নিজের ‘Natural Heir’ বা উত্তরাধিকারীকে বঞ্চিত করেও। এই প্রতিবেদনে এই নিয়েই বিস্তারিত আলোচনা করছি।
প্রথমেই জানা দরকার, কোনও ব্যক্তির উইল তাঁর মৃত্যুর পরই প্রযোজ্য হয়, জীবদ্দশায় কখনওই নয়। যে কোনও সাবালক ব্যক্তি স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে এবং নিজের ইচ্ছায়, অন্য কারও দ্বারা প্রভাবিত না হয়ে উইল করতে পারেন। যিনি উইল সম্পাদন করেন, তিনি ‘টেসটেটর’ (Testator) এবং উইলের দ্বারা যে ব্যক্তি সম্পত্তি পান, তিনি ‘লিগেটি’ (Legatee)।
Testator (বা তাঁর নির্দেশমতো অন্য কেউ) যেন উইলটি সই করেন এবং সেটি যেন অন্তত দু’জন সাক্ষী (Attesting Witness) প্রত্যক্ষ করেন। এর পর সাক্ষীদেরও Testator-এর সামনে সেই উইলে Attesting Witness হিসাবে সই করতে হবে। তবে এই সাক্ষীদের দু’জনকেই এক সঙ্গে থাকতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। এই প্রসঙ্গে কয়েকটা কথা-একাধিক ব্যক্তি মিলে মিলিত বা Joint Will করতে পারেন।
[আরও পড়ুন: ‘আমি লিডার নই, আমি ক্যাডার’, Sonia’র সঙ্গে সাক্ষাতের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য Mamata’র]
Testator নিজের প্রয়োজনে পরবর্তীকালে উইলের কিছু পরিবর্তন বা সংযোজন করতে পারেন। আলাদা আর একটি ডকুমেন্ট করতে পারেন যাকে বলা হয় ‘কোডিসিল’ (Codicil)। অথবা আগের উইলটি ছিঁড়ে বা পুড়িয়ে ফেলে নতুন করেও উইল লিখতে পারেন। আলাদা আলাদা সম্পত্তির জন্য ভিন্ন ভিন্ন উইল সম্পাদন করা যায়। একই সম্পত্তির জন্য একাধিক উইল থাকলে, সবচেয়ে শেষের উইলটির বৈধতা থাকবে। Testator তাঁর উইলে এক বা একাধিক Executor নিযুক্ত করতে পারেন। Executor-এর দায়িত্ব হল Testator-এর মৃত্যুর পর কোর্টের মাধ্যমে উইলের প্রবেট নিয়ে উইল অনুযায়ী Legatee-দের সম্পত্তি ভাগ করে দেওয়া।
অনেকেই আইনজ্ঞদের কাছে জানতে চান যে কীভাবে ইচ্ছাপত্র লিখলে পরবর্তীকালে সেই উইলের প্রবেট নেওয়ার সুবিধা হবে। তাদের কথা মাথায় রেখে আমি কিছু সাধারণ পরামর্শ দিচ্ছি। টেসটেটরের যদি অক্ষরজ্ঞান থাকে এবং তাঁর যদি নিজের হাতে উইল লেখার ক্ষমতা থাকে, তাহলে তা নিজের হাতের অক্ষরে লিখুন। উইল যেন ভাল মানের কাগজে, ভাল মানের কালি ব্যবহার করে লেখা হয়।উইল লেখার কোনও নির্দিষ্ট ধরন বা format নেই। পরিষ্কার, ঝরঝরে এবং সহজভাবে বোধগম্য ভাষায় লিখুন। একের বেশি মানে বা ধারণা জন্মাতে পারে, এমন শব্দ বা ভাষা এড়িয়ে চলুন।উইলের প্রতি পাতায় Testator-এর সই থাকলে ভাল। উইলে যদি কোনও correction করা হয়, তার পাশে যেন Testator-এর short signature থাকে। উইলে উল্লেখিত সম্পত্তির যথাযথ বর্ণনা দিন। তেমনি Legatee-এরও যথাযথ বর্ণনা দিন যাতে তাঁকে সঠিকভাবে চিহ্নিত করা যায়। উইল যদিও বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রি করার প্রয়োজন হয় না তবুও রেজিস্ট্রেশনে সচেষ্ট হন।
উইল প্রবেটের সময় Attesting Witness-এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত তাঁদের সাক্ষ্যই প্রমাণ করে যে উইল সঠিকভাবে সম্পাদিত হয়েছিল। সেই জন্য উইলের Attesting Witness ভেবেচিন্তে নির্বাচন করা উচিত। Legatee বা Executor-কে সাক্ষী না করাই ভাল। Testator-এর পরিচিত ব্যক্তিদের সাক্ষী করাই উচিত। Testator-এর অপরিচিত এবং Legatee-দের ঘনিষ্ঠ কাউকে Attesting Witness না করাই শ্রেয়।
দ্বিতীয়ত বলি, আপনার চেয়ে বয়সে ছোট বা অপেক্ষাকৃত অল্পবয়েসি ব্যক্তিদের Executor এবং Attesting witness রাখুন। কারণটি বুঝতেই পারছেন, যাতে তাঁরা Testator-এর মৃত্যুর পরও আশা করা যায়, জীবিত থাকবেন। শুনতে খারাপ লাগলেও এঁদের বেঁচে থাকা উইল প্রবেটের ক্ষেত্রে কিছু সুবিধাজনক হয়ে থাকে।
তৃতীয়ত, যেহেতু সুস্থ মানসিক স্থিতি, উইল লেখার খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত, Testator-এর পরিচিত কোনও ডাক্তারবাবুকে একজন Attesting witness রাখতে পারলে খুব ভাল হয়। Testator যখন উইলে কোনও সম্পত্তি কোনও Legatee-কে দিয়ে যাচ্ছেন, সেখানে সেটি দেওয়ার কারণ উল্লেখ করলে ভাল হয়। তেমনই যদি তিনি তাঁর Natural Heir-দের বঞ্চিত করতে চান, তা করার কারণ উল্লেখ করলে ভাল।
Testator যদি নিরক্ষর হন, তাহলে সেই উইলে স্পষ্ট করতে হবে যে সেই উইলটি তাঁকে পড়ে শোনানো এবং বুঝিয়ে বলার পর তিনি তাঁর চিহ্ন বা mark রেখেছেন। উইল অবশ্যই কোনও সুরক্ষিত জায়গায় রাখুন। তবে এমন কোনও জায়গায় রাখুন যা আপনার মৃতু্যর পর সহজেই পাওয়া যায়। এবং Executor যত তাড়াতাড়ি সম্ভব তার প্রবেট নিতে পারেন।
ভারতবর্ষে Testamentary Succession-এর আইন Indian Succession Act 1925 দ্বারা পরিচালিত হয়। অবশ্য এই নিয়মগুলি ইসলাম ধর্মাবলম্বী বা ওই আইনে উল্লিখিত ‘exempted person’-দের উপর কার্যকরী নয়। এই আইন অনুযায়ী একজন পিতা তাঁর মৃতু্যর পর তাঁর নাবালক সন্তানের অভিভাবক উইলের মাধ্যমে নিযুক্ত করতে পারেন। Testamentary Succession সংক্রান্ত আইনের পরিসর যথেষ্ট বড় এবং কিছু ক্ষেত্রে জটিলও বটে। তাই মনে কোনও দ্বিধা না রেখে বা অনুরূপ হা-হুতাশ না করে পেশাদার আইনজীবির পরামর্শে উইল করুন। নিজের উত্তরাধিকারী নিজে পছন্দ করুন এবং সেই সম্পত্তি ভোগ করার তাঁর পথটি সহজ করে দিন। নির্ভুলভাবে লেখা উইলের কোনও বিকল্প হয় না।
Testator-এর মৃত্যুর পর কী করণীয়?
Testator-এর মৃত্যুর পর Executor উইলের প্রবেট পাওয়ার জন্য কোর্টে আবেদন করেন। অর্থাৎ উইল যে ‘ভ্যালিড’ (মিথ্যা নয়) তা দেখাই এখানে উদ্দেশ্য। যদি উইলে কোনও Executor নিযুক্ত না থাকে, অথবা Executor কোনও পদক্ষেপ না নেন, তাহলে Legatee-রা কোর্টের মাধ্যমে Letters of administration পেতে পারেন। সাধারণত প্রবেট বা লেটার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন’ পেতে ডিস্ট্রিক্ট সিভিল কোর্টে যেতে হয়। ক্ষেত্রবিশেষে হাই কোর্টও হতে পারে।