সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমেও জ্বালানির জ্বালায় জর্জরিত জনতা। পরপর চারদিন কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে বাড়ল পেট্রল-ডিজেলের দাম। শুক্রবার কলকাতায় পেট্রলের দাম পেরিয়ে গেল ১০৪ টাকা। যা রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় (Kolkata) লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৪ টাকা ২৩ পয়সা। অর্থাৎ গতকালের তুলনায় ২৯ পয়সা বেড়েছে দাম। ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ৯৫.২৩ টাকা। বৃহ্স্পতিবারের তুলনায় দাম বেড়েছে ৩৫ পয়সা। রাজধানী দিল্লিতে শুক্রবার এক লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৩.৫৪ টাকা। লিটার পিছু ডিজেলের দাম ৯২.১২ টাকা।
[আরও পড়ুন: গালওয়ানের পর এবার অরুণাচল, ফের সংঘাতে জড়াল ভারত ও চিনের সেনা]
বাণিজ্যনগরী মুম্বইয়ে বৃহ্স্পতিবারই পেট্রলের দাম পেরিয়েছিল ১০৯ টাকা। শুক্রবার ফের ২৯ পয়সা বেড়েছে দাম। এদিন মুম্বইয়ে এক লিটার পেট্রল কিনতে খরচ করতে হবে ১০৯ টাকা ৫৪ পয়সা। ঊর্ধ্বমুখী ডিজেলও। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ৯৯ টাকা ৯২ পয়সা। চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রল বিকোচ্ছে ১০১ টাকা ০১ পয়সা দরে। প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে ৯৬ টাকায়।
লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির দায় অবশ্য নিতে রাজি নয় কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) সাফ জানিয়েছেন, “পেট্রোপণ্য আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই এর দামের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না।”