Advertisement
ফিরবে রাজেশ-শর্মিলা অভিনীত 'আরাধনা'র দৃশ্যপট, ১৪৪ বছরের পুরনো বাষ্পইঞ্জিন চলবে পাহাড়ে
তিন দশক বিশ্রামের পর ফের পথে নামবে এই টয়ট্রেন ইঞ্জিন।
পর্যটকদের নস্টালজিয়ায় ফেরাতে তিন দশক বিশ্রামের পর দার্জিলিং হিমালয়ান রেলে (ডিএইচআর) যাত্রী পরিষেবায় নামছে ১৪৪ বছরের পুরনো বাষ্প ইঞ্জিন। এতদিন নতুন দিল্লির 'ন্যাশনাল রেলওয়ে মিউজ়িয়াম'-এ সংরক্ষিত ছিল ইঞ্জিনটি। পুরনো বাষ্পচালিত লোকোমোটিভ ইঞ্জিনটি ফের যাত্রিবাহী টয়ট্রেনে ব্যবহার করা হবে।
গলগল করে কালো ধোঁয়া ছেড়ে আগের মতোই পাহাড়ি পথে কু-ঝিকঝিক শব্দে ছুটবে। সম্প্রতি ইঞ্জিনটি দিল্লি থেকে কার্শিয়াংয়ে আনা হয়েছে। দার্জিলিং হিমালয়ান রেল সূত্রে জানা গিয়েছে, ৭৯৯-বি লোকোমোটিভ ইঞ্জিন ফের চালু করায় আগে নতুন নামকরণ করা হবে।
ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, "পুরনো দিনের ইঞ্জিন চালু হলে পর্যটকরা খুশি হবেন। বাষ্পচালিত বাতিল একটি ইঞ্জিন নতুন করে চালানোর পরিকল্পনা হয়েছে। ইতিমধ্যে ওই বিষয়ে বিভিন্ন মহলে কৌতূহল দেখা দিয়েছে।" নামকরণ প্রসঙ্গে তিনি জানান, কয়েকটি নামের প্রস্তাব মিলেছে। খুব তাড়াতাড়ি চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।
তবে কবে লোকোমোটিভ ইঞ্জিন পাহাড়ের ন্যারোগেজ লাইনে ছুটবে, তা এখনও ঠিক হয়নি। ডিএইচআর-এর তরফে জানানো হয়েছে, ইঞ্জিনটি চলার উপযোগী করে তুলতে সময় লাগবে। ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি প্রাপ্ত তিনধারিয়া ওয়ার্কশপে সেটির মেরামতির কাজ চলছে।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মূল আকর্ষণ হল স্টিম ইঞ্জিন। ধোঁয়া উড়িয়ে কু-ঝিকঝিক শব্দে সেটি প্রথম শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাত্রা শুরু করে ১৮৮১ সালের ৪ জুলাই। ১৮৭৯ সালে ইঞ্জিনের নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং ১৮৭০ সালে প্রথম পরীক্ষামূলকভাবে চালানো হয়। তবে দার্জিলিং টয়ট্রেনে বাষ্পচালিত ইঞ্জিন এখনও পুরোপুরি বাতিল নয়।
বাষ্পচালিত বা স্টিম ইঞ্জিন কেবল বিশেষ কিছু জয় রাইডের জন্য চলছে। বর্তমানে ডিজেল ইঞ্জিনই নিয়মিত পরিষেবা দিচ্ছে। ডিজেলচালিত টয়ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে শিলিগুড়ি জংশন, সুকনা, রংটং, তিনধারিয়া, গয়াবাড়ি, মহানদী, কার্শিয়াং, টুং, সোনাদা এবং ঘুম হয়ে দার্জিলিং পর্যন্ত চলাচল করছে। সেক্ষেত্রে জয় রাইডের বাইরে পাহাড়ি পথে ধোঁয়া উড়িয়ে বাষ্পচালিত ইঞ্জিন ছুটতে শুরু করলে তিন দশক আগের স্মৃতি ফিরবে।
Published By: Suhrid DasPosted: 08:32 PM Nov 29, 2025Updated: 09:48 PM Nov 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
