Advertisement
সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী পৌলমী দাস, দেখে নিন তাঁর বিয়ের অ্যালবাম
মা-বাবার পছন্দ করা পাত্রের সঙ্গেই বিয়ে সারলেন পৌলমী।
শুক্রবার জাঁকজমক বিবাহ আসরে সাত পাকে বাঁধা পড়লেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী পৌলমী দাস। লাল টুকটুকে বেনারসিতে কনের সাজে নজর কাড়লেন পৌলমী। Photo: Birdlens Creation
পাত্র ঋদ্ধিমান মজুমদারের সঙ্গে বিনোদন দুনিয়ার কোনও যোগ নেই। পাত্র পেশায় ব্যবসায়ী। তথ্যপ্রযুক্তির চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেছেন তিনি। Photo: Birdlens Creation
পৌলমীর মা-বাবাই পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন। সেখান থেকেই পাত্র ঋদ্ধিমানের সঙ্গে আলাপ পৌলমীর।
Published By: Akash MisraPosted: 10:45 AM Dec 07, 2024Updated: 12:04 PM Dec 07, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
