Advertisement
বর্ষার শুরুতেই ঝাঁপ ফেলল উত্তরের অ্যাডভেঞ্চার স্পোটর্স, ফের চালু কবে?
বঙ্গে বর্ষামঙ্গল!
বঙ্গে বর্ষামঙ্গল! আষাঢ়স্য দ্বিতীয় দিবসে টানা বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর বলছে, বাংলায় বর্ষা ঢুকে পড়েছে। ছবি: অরিজিৎ সাহা
শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গও। তাই পর্যটকদের স্বার্থে বড় পদক্ষেপ করল গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। নিজস্ব চিত্র
সন্দাকফুর ট্রেকিং, ডেলোর প্যারাগ্লাইডিং, তিস্তার রিভার র্যাফটিং-সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোটর্স এখন উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ।
আগামী ১৫ সেপ্টেম্বর দরজা খুলবে সমস্ত জঙ্গল, অভয়ারণ্য। ওইদিন থেকেই আবার চালু হবে উত্তরের ট্রেকিং, হাইকিং, রিভার র্যাফটিংয়ের মতো স্পোটর্সগুলি।
ক্যালেন্ডারের পাতায় আষাঢ় এসে গিয়েছে। আর সেইসঙ্গে হাওয়া অফিসও জানাল, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় মঙ্গলবার থেকেই বর্ষার মরশুম শুরু হয়ে গেল। ছবি: অরিজিৎ সাহা
বলা হচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের রেশ ধরেই বর্ষার আগমন ঘটবে। তার আগে অবশ্য নিম্নচাপের বারিধারায় ভিজতে হবে আগামী দিন দুয়েক। ছবি: অরিজিৎ সাহা
Published By: Paramita PaulPosted: 06:53 PM Jun 17, 2025Updated: 07:02 PM Jun 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
