Advertisement
ভারতকে খেলাবেন বিশ্বকাপে? লাতিন আমেরিকায় ইতিহাস গড়ে ব্লু টাইগ্রেসে যোগ অ্যামেলিয়ার
অ্যামেলিয়ার কোচিংয়েই প্রথমবার বিশ্বকাপে খেলেছে তাঁর দেশ। এবার ভারতের মহিলা ফুটবল দলে যোগ দিচ্ছেন তিনি।
সোনালি স্বপ্ন বুনেছেন ভারতের মেয়েরা। পুরুষ দল এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে না পারলেও মেয়েরা সেখানে ভারতের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন। এবার ব্লু টাইগ্রেসদের স্বপ্নপূরণের যুদ্ধে সঙ্গী হতে চলেছেন কোস্টারিকার অ্যামেলিয়া ভালভার্দে।
জানা গিয়েছে, ভারতের মহিলা দলের কোচ হিসাবে ভালভার্দের নাম ঘোষণা হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। এতদিন মহিলা দলের দায়িত্ব সামলেছেন ক্রিস্পিন ছেত্রী। তাঁর সঙ্গেই যোগ দিতে চলেছেন বিশ্বকাপে কোচিং করানো অ্যামেলিয়া। ভারতীয় ফুটবলমহলে চর্চায় উঠে এসেছেন তিনি।
কে এই অ্যামেলিয়া ভালভার্দে? ৩৯ বছর বয়সি এই প্রাক্তন ফুটবলার জাতীয় দলে হয়ে খেলেননি কখনও। ফুটবলার হিসাবে তাঁর কেরিয়ারও খুবই সংক্ষিপ্ত। কিন্তু মাত্র ২৪ বছর বয়স থেকেই তিনি কোচিং শুরু করেন।
কোচ হিসাবে তাঁর প্রথম অভিযান ছিল কোস্টারিকার মহিলা দলের সঙ্গে। ২০১১ থেকে শুরু করে ২০১৪ পর্যন্ত তিনি সহকারী কোচ হিসাবে কোস্টারিকার মহিলা দলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে হেডকোচের পদে উন্নীত হন।
২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত কোস্টারিকার মহিলা দলকে কোচিং করিয়েছেন অ্যামেলিয়া। তাঁর কোচিংয়েই প্রথমবার মহিলাদের বিশ্বকাপে খেলতে নামে কোস্টারিকা। ২০১৫ সালের মেগা টুর্নামেন্টের গ্রুপ পর্বেই অবশ্য ছিটকে যায় অ্যামেলিয়ার দল।
বিশ্বকাপের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ায় কোস্টারিকা। ২০১৭ সালের সেন্ট্রাল এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন। পরের বছর কোস্টারিকার ঝুলিতে আসে রুপো। পরে কনকাকাফ চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয় ২০২২ সালে।
কনকাকাফে চতুর্থ হয়ে ফের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে কোস্টারিকার মহিলা দল। কিন্তু আবারও সবক'টি ম্যাচ হেরে গ্রপ পর্ব থেকে কোস্টারিকা বিদায় নেয়। তারপর জাতীয় দলের কোচের পদ ছেড়ে দেন অ্যামেলিয়া। টানা আটবছর কোচিং করিয়েছিলেন জাতীয় দলকে।
কোস্টারিকার জাতীয় দল ছেড়ে মেক্সিকোর ক্লাব মন্টেরিতে যোগ দেন অ্যামেলিয়া, হেড কোচ হিসাবে। ২১ মাস সময় পেয়ে তার মধ্যেই লাতিন আমেরিকার অন্যতম সেরা লিগ অ্যাপারটুরা এবং ক্লসুরা জিতে নেয় মন্টেরি।
২০২৫ পর্যন্ত মন্টেরির সঙ্গে যুক্ত ছিলেন অ্যামেলিয়া। এবার তাঁর নতুন চ্যালেঞ্জ ভারতের মাটিতে। সেখানে প্রশ্ন রয়েছে, লাতিন আমেরিকার ফুটবল ঘরানায় অভ্যস্ত অ্যামেলিয়া কি এশিয়ার ফুটবলে মানিয়ে নিতে পারবেন?
Published By: Anwesha AdhikaryPosted: 04:18 PM Jan 16, 2026Updated: 04:18 PM Jan 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
