Advertisement
মহাকুম্ভের মোনালিসার মতোই মকর সংক্রান্তির মাঘী মেলায় 'ভাইরাল' বাংলার এই তরুণী
বিক্রির জন্য আনা সামগ্রীতে নিজেকেও সাজিয়েছেন আনন্দরাধা। সেই সঙ্গে কপালের চওড়া সিঁদুর, টিপ, সর্বোপরি কাজলচর্চিত উজ্জ্বল চোখে তিনি হয়ে উঠেছেন অনন্যা।
কুম্ভমেলার সেই মোনালিসাকে মনে আছে? রাতারাতি বদলে গিয়েছিল যাঁর জীবন। প্রয়াগরাজে পা রেখে রাতারাতি সেনসেশন হয়ে উঠেছিলেন পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে।
এই মুহূর্তে ৮০০ হেক্টর জমি জুড়ে মাঘী মেলা চলছে প্রয়াগরাজে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মেলা এলাকা জুড়ে ১০ হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। গাড়ি রাখার জন্য তৈরি হয়েছে ৪২টি অস্থায়ী পার্কিং।
২০২৬ সালের এই মকর সংক্রান্তির মাঘী মেলায় ভাইরাল এক বঙ্গললনা। জানা গিয়েছে, তাঁর নাম আনন্দরাধা গোস্বামী। এই তরুণীর ছবি ছড়িয়ে পড়েছে নেটভুবনে।
মোনালিসা ছিলেন পাথরের মালা বিক্রেতা। আনন্দরাধা সাজিয়ে বসেছেন দেবী দুর্গার লকেট, রুদ্রাক্ষের মালা এবং নারীশক্তির অন্যান্য প্রতীক। তাঁর পোশাক ও আকর্ষণীয় উপস্থিতি দর্শনার্থী দৃষ্টি আকর্ষণ করেছে। আলোকচিত্রীদের লেন্সবন্দি হয়ে প্রয়াগরাজের মাঘী মেলা থেকে বেরিয়ে তা ছড়িয়ে পড়েছে সর্বত্র।
Published By: Biswadip DeyPosted: 09:39 PM Jan 15, 2026Updated: 09:45 PM Jan 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
