Advertisement
প্রিয়াঙ্কার হলিউড সাম্রাজ্যের নেপথ্য কারিগর, সম্পত্তিতে শাহরুখের ম্যানেজারকেও ১০ গোল দেন অঞ্জুলা আচার্য!
তবে শুধু প্রিয়াঙ্কার ম্যানেজার বললে ভুল হবে! মানবসেবার জন্য বাকিংহাম প্যালেসেও ডাক পান 'জনদরদী' অঞ্জুলা।
বলিউড থেকে হলিউড, 'দেশি গার্লে'র নাগাল পাওয়ার জন্য তাবড় পরিচালক-প্রযোজকরা যেই মানুষটির কাছে হত্যে দেন, তিনি অঞ্জুলা আচার্য। বলিউডে কোণঠাসা হওয়ার পর যার স্মার্টনেসে পশ্চিমী বিনোদুনিয়ায় শিকে ছিঁড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, তিনি অঞ্জুলা।
গোটা সিনেদুনিয়ার কাছে তিনি প্রিয়াঙ্কা চোপড়ার ম্যানেজার বলেই পরিচিত। কিন্তু সকলের অলক্ষে তিল তিল করে বিগত দেড় দশক ধরে দেশি গার্ল-এর হলিউড সাম্রাজ্য গড়ে তোলার নেপথ্যের কারিগর এই অঞ্জুলা আচার্য। অতঃপর তাঁকে 'কিং মেকার' বললেও অত্যুক্তি হবে না!
শোনা যায়, বলিউডে যখন প্রিয়াঙ্কাকে কোণঠাসা করা হয়েছিল তখন রাগে-কষ্টে কুঁকড়ে গিয়েছিলেন অঞ্জুলা! এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, "আমি প্রিয়াঙ্কাকে ভারতের বেয়ন্স বলি। এই লেভেলের দক্ষ নায়িকা, জনপ্রিয় মুখ হয়েও ওঁকে হলিউডে তৃণমূল স্তর থেকে কাজ শুরু করতে হয়েছে। তবে বিনয়ী হওয়ার পাঠ আমাকে প্রিয়াঙ্কাই দিয়েছে। কোনও প্রজেক্টের আগে আমি যতবার দর কষাকষির চেষ্টা করেছি, ও ততবার আমাকে থামিয়ে বলেছে, এই কাজটা আমরা করব, যাই হয়ে যাক না কেন।"
পাঞ্জাবের পাতিয়ালার মেয়ে হলেও বিটস বাই ড্রে'র প্রতিষ্ঠাতা জিমি আইওভিনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মার্কিন মুলুকে নিজের সফর শুরু করেছিলেন অঞ্জুলা। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। আজ বার্ষিক আয়ের নীরিখে টেক্কা দেন শাহরুখ খানের ম্যানেজারকেও।
অঞ্জুলা আচার্য একজন 'উদ্যোক্তা, সমাজসেবী, পপ সংস্কৃতির অনুরাগী, বিশ্বমানের বিভিন্ন সংস্থার উপদেষ্টা। ২০০৭ সালে 'দেশি হিটস' নামে একটি মিডিয়া কোম্পানি শুরু করেন অঞ্জুলা আচার্য। যে সংস্থার হাত ধরে লেডি গাগা এবং ব্রিটনি স্পিয়ার্সের মতো পপস্টাররা বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করেছেন।
হলিউড মাধ্যম সূত্র মারফৎ জানা যায়, শুধু প্রিয়াঙ্কার ম্যানেজার হিসেবেই নিজের কেরিয়ার সীমাবদ্ধ রাখেননি অঞ্জুলা। তাঁর ব্যবসার কৌশলী জানলেও 'হা' হতে হয়! বাম্বল, হুকড, বুলেটপ্রুফ, মেভেন, গবল, ফাউন্ডারমেড, কিউ, ইউমি, হেলথএইড কম্বুচা, স্কিনি ডিপড, জোরো অ্যাপের মতো কোম্পানিগুলোতেও তাঁর মোটা বিনিয়োগ রয়েছে।
উপদেষ্টা হিসেবেও আন্তর্জাতিকমহলে তাঁর খ্যাতি রয়েছে। জানা গিয়েছে, এনএফএল, গেস, ডিজনি এবং বিটস বাই ড্রে'র মতো বিশ্বমানের সংস্থাগুলির পরিচালন কমিটির অংশ এই অঞ্জুলা। শুধু তাই নয়...
আন্তর্জাতিকমহলে প্রিয়াঙ্কা চোপড়ার থেকে তাঁর ম্যানেজারের কদর কিছু কম নয়! এক মার্কিন সংস্থা অঞ্জুলা আচার্যকে '২০১০ সালের গেম চেঞ্জার' বলে আখ্যা দিয়েছিল। এরপর ইন্টারন্যাশনাল পাওয়ার প্লেয়ার্স থেকে এলেস টপ উইমেন ইন টেক-এর তালিকাতেও নাম তুলেছেন অঞ্জুলা আচার্য।
কান ফিল্ম ফেস্টিভ্যাল, মেট গালা থেকে গোল্ডেন গ্লোবস-এর মতো বিশ্বমানের লাল গালিচায় দেশি গার্ল-এর নজরকাড়া উপস্থিতির নেপথ্যেও তিনিই। সিনেদুনিয়ার বাইরে সমাজসেবামূলক কাজের জন্যেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। কিং চার্লসের আমন্ত্রণে বাকিংহাম প্যালেসে পর্যন্ত পা রেখেছিলেন।
Published By: Sandipta BhanjaPosted: 06:40 PM Jan 16, 2026Updated: 06:50 PM Jan 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
