Advertisement
ঝুলিতে চ্যাম্পিয়ন্স ট্রফি, রয়েছে ধর্ষণের অভিযোগও, মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা?
রোনাল্ডো ও মেসির সঙ্গেও খেলেছেন এই ফুটবলার।
তিনি যেভাবেই আসেন তাতেই ঝড় তোলেন পুরুষদের হৃদয়ে। তাঁর শরীরী বিভঙ্গী বরাবর ঝড় তুলেছে নেটিজেনদের মনে। সেই নোরা ফতেহির হৃদয়ের মনে ঝড় তুললেন কে? নেটপাড়ায় গুঞ্জন, এক ফুটবলারের সঙ্গে মাখোমাখো প্রেম চলছে নোরার।
তিনি ‘রূপ কি রানি’। অনেকের ক্রাশ। নোরা ফতেহির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন জল্পনা। এক ফুটবলারের প্রেমে নাকি হাবুডুবু বলিউডের ডান্সিং ক্যুইন। আফ্রিকান কাপ অফ নেশনসে নোরার কাজকর্ম তা প্রকাশ্যে এনেছে। তবে সেই ফুটবলারের জীবনও বিতর্ক মুক্ত নয়।
সম্প্রতি আফ্রিকা কাপ অফ নেশনসে ম্যাচ দেখার জন্য মরক্কো গিয়েছিলেন তিনি। ফুটবল কি নিছক বাহানা? অভিনেত্রী নাকি খেলা দেখতে সেখানে যাননি। বরং প্রেমের টানেই উত্তর-পশ্চিম আফ্রিকার এই দেশটিতে গিয়েছিলেন। নোরা ফতেহির ভালোবাসার মানুষটিও সেই ম্যাচে খেলেছিলেন।
জল্পনা রয়েছে, প্রথমে দুবাই, পরে মরক্কোয় তাঁদের দেখাসাক্ষাৎ হয়েছিল। দুই পক্ষই এই ব্যাপারে ‘স্পিকটি নট’। পরিচয়পর্ব থেকে অভিসারপর্ব, সব কিছুই তাই আপাতত গোপন।
তবে নোরার ইনস্টাগ্রাম হ্যান্ডলেই সম্ভবত তার ইঙ্গিত রয়েছে। সম্প্রতি তাঁকে প্রশ্ন করা হয়, মরক্কোর সব থেকে প্রিয় ফুটবলার কে? সঙ্গে সঙ্গে নোরার উত্তর- আশরাফ হাকিমি। মরক্কোর ফুটবলারের বাইসাইকেল কিকে মুগ্ধ তিনি। শুধু কি সেটাই? নাকি ফুটবলের বাইরেও 'প্রিয়' হয়ে উঠেছেন ৭ বছরের ছোট হাকিমি।
বিশ্বফুটবল সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল, তাঁদের কাছে হাকিমি পরিচিত নাম। বর্তমানে তিনি ফ্রান্সের ক্লাব পিসিজি'তে খেলছেন। গত বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। মরক্কোর হয়ে খেলছেন তিনি। ম্যাচের আগেও নাকি বেশ কয়েকবার ডেটিংও করেছেন তাঁরা।
রিয়াল মাদ্রিদের হয়ে ফুটবল কেরিয়ার শুরু হাকিমির। লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। পরে বরুসিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলানের হয়েও খেলেছেন এই রাইট ব্যাক। ২৭ বছর বয়সি ফুটবলারের বর্তমান ঠিকানা পিএসজি। ক্লাব পর্যায়ে বহু ট্রফি জিতেছেন। এবার লক্ষ্য মরক্কোকে আফ্রিকা সেরা করা।
তবে হাকিমির জীবন বিতর্কমুক্ত নয়। ২০২৩ সালে অভিযোগ ওঠে, এক ২৪ বছর বয়সি তরুণীকে ধর্ষণ করেছেন হাকিমি। সোশাল মিডিয়ায় ওই মহিলার সঙ্গে আলাপ হয়। হাকিমির পালটা অভিযোগ করেন, তাঁকে ব্ল্যাকমেলের চেষ্টা করা হচ্ছে। আদালত থেকে বলা হয়, ওই মহিলার সঙ্গে যেন আর কখনও যোগাযোগ না করেন হাকিমি।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর হাকিমির ব্যক্তিগত জীবনও ক্ষতিগ্রস্ত হয়। ২০২০ সালে স্প্যানিশ অভিনেত্রী হিবা আবৌকের সঙ্গে বিয়ে হয়। দুই সন্তানও আছে তাঁদের। ধর্ষণের অভিযোগের পরপরই হিবা সোশাল মিডিয়ায় ডিভোর্সের কথা জানান।
Published By: Arpan DasPosted: 06:20 PM Jan 16, 2026Updated: 06:20 PM Jan 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
