Advertisement
৯ বছর পর বৃহন্মুম্বই পুরনিগমে নির্বাচন, গণতন্ত্রের উৎসবে শামিল শচীন থেকে তামান্না, ভিকি
বৃহন্মুম্বই পুর নির্বাচনে দায়িত্ববান জনগণের ভূমিকা পালন করলেন এদিন শচীন তেন্ডুলকার থেকে তামান্না ভাটিয়া, ভিকি কৌশল, হেমা মালিনী-সহ অন্যান্য তারকারাও।
গণতন্ত্রের উৎসবে শামিল হলেন তারকারা। ৯ বছর পর বৃহন্মুম্বই পুর নির্বাচনে দায়িত্ববান জনগণের ভূমিকা পালন করলেন এদিন শচীন তেন্ডুলকার থেকে তামান্না ভাটিয়া, ভিকি কৌশল, হেমা মালিনী-সহ অন্যান্য তারকারাও।
গণতন্ত্রের উৎসবে শামিল হন অভিনেত্রী তামান্না ভাটিয়াও। এদিন ভোট দিয়ে বেরিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে তর্জনীতে ভোটের চিহ্ন দেখান তামান্না।
এদিন ভোট দিলেন ভিকি কৌশলও। ভোট দিয়ে বাইরে বেরিয়ে গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের ক্যামেরায় হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাঁকে।
পোলিং বুথের বাইরে এদিন দেখা মেলে আমির খানেরও। অন্যদিকে আমিরের দ্বিতীয় স্ত্রী রিনা দত্ত, কন্যা ইরা খান ও ছেলে জুনেইদ খান।
বৃহস্পতিবার সকালে মা ও বাবাকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছিলেন অভিনেতা জন আব্রাহাম। পাপারাজ্জিদের ক্যামেরায় পোজও দেন তিনি।
ভোট দিতে এসে পাপারাজ্জিদের ক্যামেরার মুখোমুখি হয়ে হাত জোড় করে সৌজন্য বিনিময় সারেন বর্ষীয়ান কবি-গীতিকার গুলজার।
Published By: Arani BhattacharyaPosted: 07:18 PM Jan 15, 2026Updated: 07:20 PM Jan 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
