Advertisement
কথায় কথায় মিথ্যে বলছে সন্তান? বকাঝকা না করে এভাবে সামলান খুদেকে
সন্তান মিথ্যে বলছে বুঝতে পারলে রাগ হওয়া খুব স্বাভাবিক। কিন্তু যদি তৎক্ষনাৎ রিঅ্যাক্ট করেন তাহলে বাচ্চা ভয় পেয়ে যাবে। ফলে তাঁর লুকোনোর প্রবণতা আরও বাড়তে পারে।
সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের চারপাশে একটা নতুন জগৎ তৈরি হয়। স্কুল-বন্ধুবান্ধব আরও কত কী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা স্বাভাবিক নিয়মেই মা-বাবার সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি করে ফেলে। ছোটবেলায় নির্দ্বিধায় অন্যায় করে যে স্বীকার করে নিত একটা বয়সের পর সে অনেক কিছুই লুকোনোর চেষ্টা করে। আশ্রয় নেয় মিথ্যের। কিন্তু মায়ের চোখকে কি আর চাইলেই ফাঁকি দেওয়া যায়? একেবারেই যায় না। তাই সন্তানরা সত্য গোপন করলে তা সহজেই বুঝতে পারেন মা। সেক্ষেত্রে বকাঝকা খুব স্বাভাবিক। কিন্তু জানেন কি এই ধরণের পরিস্থিতিতে আদতে কী করা উচিৎ অভিভাবকদের? চলুন আজ জেনে নেওয়া যাক সেটাই।
সন্তান মিথ্যে বলছে বুঝতে পারলে রাগ হওয়া খুব স্বাভাবিক। কিন্তু যদি তৎক্ষনাৎ রিঅ্যাক্ট করেন তাহলে বাচ্চা ভয় পেয়ে যাবে। ফলে তার লুকোনোর প্রবণতা আরও বাড়তে পারে। বরং একটু সময় নিন। সন্তানকে শান্ত হয়ে বোঝান, সৎ থাকাই সবসময় শ্রেয়। এমনকী ভুল করলেও তা স্বীকার করে নিলে সমস্যা সহজেই মিটে যায়।
মূলত বাচ্চারা সত্য গোপন করে বকুনি খাওয়ার ভয়ে। তাই দোষারোপ না করে বা্চ্চার কাছে জানতে চান ঠিক কী ঘটেছে। বাচ্চার কাছে ভরসার জায়গা হয়ে উঠুন। যাতে সে ভয়ে কোনও কিছু না লুকিয়ে উলটে নিজেই সবটা বলে দেয়।
কেন সন্তান সত্য গোপন করছে বা মিথ্যে বলছে তা বোঝার চেষ্টা করুন। সাধারণত যে কেউ ভয় থেকে বা কাউকে বাঁচাতেই মিথ্যের আশ্রয় নেয়। এক্ষেত্রে সমস্যাটা কোথায় তা জানার চেষ্টা করুন।
সন্তান মিথ্য বলেছে বুঝে তাকে প্রশ্নবাণে বিদ্ধ করবেন না। বরং তাকে শান্ত পরিবেশ দিন। যাতে ভুলটা নিজেই বুঝতে পারে এবং আসল কথাটা নিজেই জানায়।
Published By: Tiyasha SarkarPosted: 08:15 PM Jan 15, 2026Updated: 08:15 PM Jan 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
