Advertisement
ঘর হতে শুধু দুই পা... 'আমস্টারডাম' আছে এদেশেই! ঘুরে আসুন সপরিবারে
জলপথ পছন্দ হলে এই জায়গাগুলো আপনার জন্য আদর্শ, দেখুন ছবি।
বিশ্বকবি তো কবেই বলে গিয়েছেন, 'দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শীষের উপর/ একটি শিশিরবিন্দু।' ধানের শীষে শিশিরবিন্দুর সৌন্দর্য দেখার অবকাশ হয়তো আছে সকলের, তবে সেই দৃষ্টিভঙ্গি নেই।
তাই তো পর্যটনপ্রিয় মানুষ দূর থেকে সুদূরে চোখ মেলে খুঁজে বেড়ান বেড়ানোর জায়গা। দীর্ঘ সময় ব্যয় করে বিদেশ ভ্রমণের কতই না পরিকল্পনা করেন। স্বপ্নের ডেস্টিনেশনে ঘুরতে সঞ্চয়ের বেশিরভাগটাই ব্যয় হয়ে যায় কারও কারও। কিন্তু জানেন কি, এ দেশেই এমন কিছু জায়গা রয়েছে, যার সৌন্দর্য বাইরের যে কোনও দেশের চেয়ে বেশি।
কোনওটা স্কটল্যান্ড, কোনওটা সুইজারল্যান্ড, কোনওটা ভেনিস, আবার কোনওটা আমস্টারডাম। হ্যাঁ, এই সবকটি জায়গার খণ্ডাংশ রয়েছে ভারতেই। শুনে অবাক হলেও এটাই খাঁটি সত্যি। কাশ্মীর যদি হয় প্রাচ্যের সুইজারল্যান্ড, তবে অবশ্যই আমস্টারডামের যমজ বোন আপনি খুঁজে পাবেন কেরলের আলেপ্পি, হিমাচলের কাসোলে।
ব্যাকওয়াটার বা জোয়ারে খাঁড়ির জলের বিপরীত স্রোতের জন্য বিখ্যাত কেরলের আলেপ্পি। সেই টানেই বর্ষার মরশুমে প্রচুর পর্যটক ভিড় করেন এখানে। ব্যাকওয়াটারে ভেসে থাকা নৌকাবাড়িগুলি দেখলে আলেপ্পি আর আমস্টারডামের তফাৎ করতে পারবেন না। যেমন নামে মিল, তেমনই প্রকৃতিতেও।
আমস্টারডামের আরেকদিক হল পাহাড়ি এলাকা। তার সঙ্গে সাদৃশ্য আছে হিমাচল প্রদেশের ছোট্ট উপত্যকা কাসোলের। ছবির মতো সুন্দর, শান্ত জনপদ কাসোল। পাহাড়ি নদী, উষ্ণ প্রস্রবণ মিলিয়ে সে এক অপূর্ব পর্যটনস্থল। কাসোলকে বলা হয় 'মিনি ইজরায়েল'।
ওল্ড কাসোল ও নিউ কাসোলের মধ্যে দিয়ে বয়ে চলেছে পার্বতী নদী। দুই প্রান্তকে সংযোগ করে যে সেতু রয়েছে, তা দারুণ দেখতে। সেতু পেরলেই মন্দির। কাসোল বেড়াতে গিয়ে মন্দিরে পুজো দেন পর্যটকরা। সেভাবেই ছড়িয়ে পড়েছে তার খ্যাতি।
Published By: Sucheta SenguptaPosted: 06:47 PM Nov 25, 2025Updated: 06:47 PM Nov 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
