Advertisement
ভ্যাকেশনে ডায়েট ভুলে শুধুই 'চিট ডে'! দেখেছেন অনন্যা পাণ্ডের মায়ামি-ডায়রি?
অনন্যা পান্ডের ভ্যাকেশন গোল। দেখে নিন ছবি।
ছুটির মেজাজে অনন্যা, ঘুরে বেড়াচ্ছেন মায়ামির অলিগলি ও রাজপথ। আর সেখানে রীতিমতো ভূরিভোজ সারছেন অভিনেত্রী। তার ফাঁকেই আবার প্রকৃতির রূপ- রস- গন্ধ উপভোগ করছেন তিনি।
অনন্যার ভ্যাকেশন মুড মানেই ডায়েট ভুলে লম্বা 'চিট ডে'। ডোনাট, পিজ্জা থেকে আইসক্রিম কি নেই তাঁর খাবারে? রকমারি খাবার জমিয়ে খাচ্ছেন অনন্যা।
বিদেশে ছুটি কাটানোর প্রতিটা মুহুর্ত, ভূরিভোজের নানা আয়োজনের ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অনন্যা।
Published By: Arani BhattacharyaPosted: 04:18 PM Jun 22, 2025Updated: 04:18 PM Jun 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
