Advertisement
সাত দশকে প্রথমবার, দিল্লি নয়, বেঙ্গালুরুতে হল সেনা দিবসের প্যারেড, দেখুন ছবি
জানেন দিনটির ইতিহাস?
১৯৪৯ থেকে সেনা দিবসের কুচকাওয়াজ হত দিল্লির প্যারেড গ্রাউন্ডে। এবার বেঙ্গালুরুর গোবিন্দস্বামী প্যারেড গ্রাউন্ডে হল সেই কুচকাওয়াজ।
সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে উপস্থিত ছিলেন প্যারেড। তিনি সেনাবাহিনীর বীরত্ব পুরস্কার বা গ্যালান্টারি অ্যাওয়ার্ডও দেন।
সেনাবাহিনীর তরফে নানা কসরত প্রদর্শন করা হয়। মোটরবাইকে স্টান্ট দেখান সেনাবাহিনীর সার্ভিস কর্পস টর্নেডো। প্য়ারাট্রুপাররা স্কাই ডাইভিং করেন।
Published By: Paramita PaulPosted: 01:19 PM Jan 15, 2023Updated: 01:20 PM Jan 15, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
