Advertisement
খারাপ আবহাওয়া, রাতেও নিখুঁত হামলায় দক্ষ, মঙ্গলে আরও অ্যাপাচে কপ্টার পাচ্ছে সেনা!
সর্বোচ্চ ২০ হাজার ফুট উচ্চতায় ৩০০ কিমি প্রতি ঘণ্টায় উড়তে সক্ষম এই কপ্টার।
দীর্ঘ ১৫ মাসের অপেক্ষার পর আগামী ২২ জুলাই ভারতের হাতে আসতে চলেছে অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার AH-64E।
অ্যাপাচে কপ্টার কিনতে ২০২০ সালে আমেরিকার সঙ্গে ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল প্রতিরক্ষামন্ত্রক। লক্ষ্য ছিল ৬টি কপ্টার কেনার।
এ বছরের মার্চ মাসে যোধপুরে অ্যাপাচে স্কোয়াড্রন গঠন ও প্রশিক্ষণ দেওয়া হয়। তবে হেলিকপ্টার না থাকায় ফাঁকা বসে থাকে স্কোয়াড্রন।
জানা যাচ্ছে, অ্যাপাচে অত্যন্ত শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার। সর্বোচ্চ ২০ হাজার ফুট উচ্চতায় ৩০০ কিমি প্রতি ঘণ্টায় উড়তে সক্ষম।
Published By: Amit Kumar DasPosted: 05:35 PM Jul 20, 2025Updated: 05:35 PM Jul 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
