Advertisement
বইমেলা শেষ হলেও কাটেনি রেশ, রইল কিছু রঙিন ফ্রেমবন্দি মুহূর্ত
বইপ্রেমীদের উপচে পড়া ভিড়, কেনাকাটা থেকে খাওয়া দাওয়া, আড্ডার নানা মুহূর্তের ছবি দেখে নিন।
গত রবিবার শেষ হয়েছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের বই প্রীতির কথা মাথায় রেখে সেদিন এক ঘন্টা সমসয়ীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল। (ছবি কৌশিক দত্ত)
স্বাভাবিকভাবেই বইপ্রেমীদের কাছে এটা ছিল উপরি পাওনা। তাই সেদিন মেলায় ভিড়ও ছিল চোখে পড়ার মতো। (ছবি কৌশিক দত্ত)
বইমেলা চলাকালীন শুরু হয় সাহিত্য় উৎসব। এই উৎসবের শুরুর দিন সমরেশ মজুমদার পুরস্কার তুলে দেওয়া হয় শিল্পী অঞ্জন দত্তের হাতে। (ছবি কৌশিক দত্ত)
গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্য়ায় বলেন, "আমাদের ১১তম সাহিত্য় উৎসব হল। আগামী বছর হবে ১২ বছর। অর্থার এক যুগ পূরণ হবে।" (ছবি কৌশিক দত্ত)
এবছর একাধিক আলোচনা সভার আয়োজন করা হয়। এর পাশাপাশি ছিল বিশেষ সঙ্গীত ও নৃত্য়ানুষ্ঠান। (ছবি কৌশিক দত্ত)
Published By: Monishankar ChoudhuryPosted: 04:43 PM Feb 12, 2025Updated: 07:22 PM Feb 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ