Advertisement
যৌনগন্ধী মন্তব্য থেকে একত্রবাসের বিতর্ক, বছরভর চর্চায় এই ১০ রিয়ালিটি শো
দেখে নিন তালিকা।
টেলিভিশনের পর্দায় ধারাবাহিকের নানা গল্পের টুইস্ট। সেই টুইস্টের বদলে দর্শক বহু সময়ই বেছে নেন খানিক স্বাদ বদলের জন্য রিয়ালিটি শোকে। যদিও এই সময়ে রিয়ালিটি শোয়ের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু সেসবের মাঝেও বছরভর চর্চায় থাকল কোন কোন রিয়ালিটি শো দেখে নিন।
প্রতি সিজনের মতো 'বিগ বস' সিজন ১৯ ছিল চর্চায়। তবে এবারের সিজনে আলোচনায় উঠে এসেছিলেন অভিনেত্রী কুনিকা সদানন্দ। কুমার শানুর সঙ্গে সম্পর্ক ও একত্রবাস নিয়ে নানা মুখ খুলে কুনিকা উঠে এসেছিলান চর্চায়।
করণ জোহরের শো 'দ্য ট্রেটরস ইন্ডিয়া'ও এবারে বেশ চর্চায় ছিল। আর তার এক এবং একমাত্র কারণ হল উরফি জাভেদ ও অপূর্বা মুখিজার প্রতিদ্বন্দ্বিতা। তাঁদের মধ্যেকার মনোমালিন্যের জন্য উঠে এসেছিল চর্চায়।
'শার্ক ট্যাঙ্ক' হল এই বছর চর্চায় থাকা রিয়ালিটি শোয়ের মধ্যে একটি। এই শো মূলত ব্যবসায়ী ও উদ্যোগপতিদের নিয়ে আয়োজিত হত। সেই শোয়ে এসেই ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি তরুণ প্রজন্মকে সত্তর ঘণ্টা কাজের পরামর্শ দেন, যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল।
বিতর্ক সৃষ্টিকারী রিয়ালিটি শোয়ের তালিকায় রয়েছে 'রাইজ অ্যান্ড ফল'। এই শোয়ের মঞ্চে মূলত অশনীর গ্রোভারের সলমন খানের প্রতি করা বিরূপ মন্তব্যের জেরে তৈরি হয়েছিল বিতর্ক। শুধু তাই নয়, এই শো থেকে হঠাৎ করে সরে গিয়ে চর্চায় এসেছিলেন পবন সিংও।
সারা বছর ধরে বাংলা রিয়ালিটি শো 'দিদি নম্বর ওয়ান' থাকে চর্চায়। শুধু তাই নয় এই শোয়ের জনপ্রিয়তা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু সঞ্চালক বদল হয়ে এই শো উঠে এসেছিল চর্চায়। সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় বিশেষ তিনটি পর্বে সঞ্চালনা করেছিলেন মীর। যা নিয়ে দর্শকের মনে এক কৌতূহল তৈরি হয়েছিল বইকি।
বিতর্কে না জড়িয়েও এই রিয়ালিটি শো নজর কেড়েছে বরাবর। প্রতি মাসে একটি করে চূড়ান্ত পর্ব যেন প্রান্তিক এলাকার বহু নারীকে তাঁদের জীবনের দিশা দেখিয়েছে। শোয়ে তারকাদের উপস্থিতি একইসঙ্গে টেনে নিয়েছে লাইমলাইট।
বছরের পর বছর হয়ে আসা অমিতাভ বচ্চনের জনপ্রিয় রিয়ালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে দশ বছর বয়সি ঈশিত ভাটের অসম্মানজনক আচরণ দেখে নিন্দায় মুখর হয়েছিলেন দর্শক। এই বিষয় এই শোকে তুলে নিয়ে আসে চর্চায়। একইসঙ্গে 'অপারেশন সিদুর'-এর মহিলা সেনা আধিকারিকদের পোশাক পরা অবস্থায় শোয়ে উপস্থিতি ও সামরিক প্রটোকল না মানার বিষয় তুলে বিপুল চর্চিৎ হয়েছিল এই শো।
সম্পর্ক নিয়ে নানা মতামত নিজেদের শোয়ে খোলা মনে দিলেও দর্শক তা একেবারেই ভালোভাবে গ্রহণ করেননি। সম্পর্কে থাকলে কারও সঙ্গে ঘনিষ্ঠ হওয়া যায় না বা স্বামীদের বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই এরকম মন্তব্য করেন টুইঙ্কল ও কাজল। তাঁদের শো 'টু মাচ উইদ কাজল অ্যান্ড টুইঙ্কল' শো নিয়ে নিন্দার মুখে পড়েছিলেন দুই অভিনেত্রী।
'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর মতো শো যা কিনা প্রথমে একটি মনোরঞ্জনের শো হলেও পরে তা রীতিমতো বিতর্কে জরায় এবং সঞ্চালকেরা বাধ্য হন এই শো বন্ধ করতে। এই শোয়ে মা-বাবাকে নিয়ে যৌনগন্ধী মন্তব্য করে ও দিব্যাঙ্গদের নিয়ে মন্তব্য করায় নিন্দার মুখে পড়েছিল এই শো। জয়দীপ অহলওয়াট ও সময় রায়না এই কারণে বিরাগভাজন হয়েছিলেন দর্শকের।
Published By: Arani BhattacharyaPosted: 07:41 PM Dec 23, 2025Updated: 07:45 PM Dec 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
