Advertisement
রোনাল্ডো থেকে মেসি, ধোনির আগে নিজেদের 'নাম' ট্রেডমার্ক করেছেন যে ক্রীড়াবিদরা
তালিকায় আর কারা?
‘ক্যাপ্টেন কুল’ নাম কিনছেন মহেন্দ্র সিং ধোনি। ভক্তদের দেওয়া ভালোবাসার নামকে এবার ট্রেডমার্ক করার জন্য আবেদন ধোনির। গত ১৬ জুন সরকারিভাবে ট্রেডমার্ক রেজিস্ট্রি পোর্টালে আবেদনটি দেখা যাচ্ছে। ধোনিকে কেন্দ্র করে যে বিরাট ব্যবসায়িক ক্ষেত্র আছে, সেটাও ট্রেডমার্ক করার ক্ষেত্রে মাথায় রাখা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর ক্যারিশমার জন্যও জনপ্রিয়। যে ডাকনামে তিনি জনপ্রিয়, সেই CR7 নাম ট্রেডমার্কের মাধ্যমে, পারফিউম, শার্ট, শর্টস এবং ঘড়ির পণ্য রয়েছে রোনাল্ডোর নাম। জানা যাচ্ছে, রোনাল্ডোর নামে ৫৩টি ট্রেডমার্ক রয়েছে।
বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিরও নিজস্ব ট্রেডমার্ক আছে। তবে তাঁর জন্য স্প্যানিশ সাইক্লিং ব্র্যান্ড 'MASSI'-র সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাঁর পদবি 'MESSI' নামটির স্বত্ব পান। ২০২২ সালে মেসি ইউরোপীয় ইউনিয়নের ট্রেডমার্ক পেয়েছিলেন।
বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসের নামেও বিভিন্ন ট্রেডমার্ক রয়েছে। LBJ ট্রেডমার্কস, LLC, এমনকী 'মোর দ্যান অ্যান অ্যাথলিট' ও 'স্ট্রাইভ ৪ গ্রেটনেস'-এর মতো স্লোগানগুলিও তাঁর বিখ্যাত ট্রেডমার্কগুলির মধ্যে রয়েছে।
জেমসের মতোই আরেক বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানেরও নিজস্ব ট্রেডমার্ক আছে। তাঁর বাস্কেটবল খেলার বিখ্যাত ছবি দিয়ে রয়েছে 'জাম্পম্যান' লোগো। ভক্তদের মধ্যে যা খুবই জনপ্রিয়। এই ব্র্যান্ডগুলি থেকে কোটি কোটি টাকা আয় করেন জর্ডান।
Published By: Arpan DasPosted: 08:06 PM Jul 01, 2025Updated: 08:06 PM Jul 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
