Advertisement
মুক্তির আগে জাতীয় স্তরে চিরঞ্জিৎ-রুক্মিণীর ছবি, 'ইফি' গোয়ায় প্রদর্শিত হল 'হাঁটি হাঁটি পা পা'
আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে 'হাঁটি হাঁটি পা পা'।
বাবা-মেয়ের সম্পর্ক, যা এক কথায় বিশ্লেষণ করা যায় না। সময় পালটায়, মেয়ে বড় হয় আর তার সঙ্গে সঙ্গেই সে হয়ে ওঠে বাবার ভরসার জায়গা। কড়া অনুশাসনে একটা বয়সের পর যেমন মেয়েরা বেঁধে রাখে বাবাকে, ঠিক তেমনই ঝগড়া, অভিমান, রাগ সবটুকুই উজাড় করে দেয় তাঁর কাছেই।
সেই মেয়ে-বাবার সম্পর্কের সমীকরণ নিয়ে আসছে নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’। এই ছবিতে বাবা ও মেয়ের চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে।
তবে ছবি মুক্তির আগে শনিবার এই ছবি প্রদর্শিত হল ৫৬তম 'ইফি' গোয়াতে। (ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়া)। বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। যা ইতিমধ্যেই মেয়ে-বাবার ভালোবাসা, খুনসুটির নানা মুহূর্ত তুলে ধরেছে।
তাঁদের খুনসুটি দেখে বোঝার উপায় নেই তা রিল নাকি রিয়েল। একটা বয়সের পর যেভাবে বাবাকে সামলাতে গিয়ে হিমশিম খায় সন্তানরা ঠিক তা ফুটে উঠেছে এই ট্রেলারে।
অর্ণব মিদ্যা ও অরুণাভ মিদ্যা পরিচালিত এই ছবির মুক্তির আগে এমন এক সম্মাননা সত্যিই এই ছবিতে এক অন্যমাত্রা যোগ করেছে। শুধু তাই নয়, এই চলচ্চিত্র উৎসবে নতুন এই বাংলা ছবি সিনে সমালোচকদের কাছে এই ছবি বিশেষ প্রশংসা পেয়েছে।
এ শুধু 'হাঁটি হাঁটি পা পা' ছবির জন্যই নয়, বাংলা ছবির পাশাপাশি রুক্মিণীর জন্যও এটি একটি প্রাপ্তি বলা যায়। নিজেকে একের পর এক ছবিতে বিভিন্ন চরিত্রে ভাঙছেন রুক্মিণী।
তবে দেশের এই নামজাদা চলচ্চিত্র উৎসবে শুধু রুক্মিণীর ছবির প্রদর্শনী হয়েছে তা নয়। বরং সেখানে ছবির দুই পরিচালককে সঙ্গে নিয়ে রেড কার্পেটও মাতিয়েছেন রুক্মিণী। ৫৬তম 'ইফি' গোয়াতে এই ছবি প্রদর্শনের পর তা মুক্তি পেতে চলেছে আগামী ২৮ নভেম্বর।
Published By: Arani BhattacharyaPosted: 01:26 PM Nov 23, 2025Updated: 05:42 PM Nov 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
