Advertisement
জুন-জুলাইতে অঝোর বর্ষণে বাংলার মৌসিনরাম বাঁকুড়া! রেকর্ড বৃষ্টি পুরুলিয়াতেও
অতিরিক্ত বৃষ্টির জেরে দুর্ভোগে পড়েছেন আরামবাগ, থেকে হুগলির বাসিন্দারা।
লাগাতার বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্ত আসছে। গাঙ্গেয় বঙ্গের পাশাপাশি রাঢ় বঙ্গেও লাগাতার বৃষ্টি হয়েছে চলেছে।
চলতি বর্ষার মরশুমে রেকর্ড বৃষ্টি হয়েছে শুষ্ক অঞ্চল বলে পরিচিত বাঁকুড়ায়। ছাড়িয়ে গিয়েছে মৌসিনরামকেও। আবহাওয়া দপ্তর সেই কথাই বলছে।
১ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে বাঁকুড়া জেলায় মোট ১৩৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জুন-জুলাইয়ে এটি হল মেঘালয়ের মৌসিনরামের গড় বৃষ্টিপাত। খরাপ্রবণ বাঁকুড়া এবার বৃষ্টিতে হারাল মৌসিনরামকেও।
এই বৃষ্টির জেরে বাঁকুড়ার উপরের অঞ্চলের ধান চাষে ব্যাপক লাভ হবে ও হচ্ছে। ফলন ভালো হবে বলে মনে করছেন চাষিরা।
তবে দামোদর সংলগ্ন নিচু এলাকার অনেক সবজির জমি জলের তলায় চলে গিয়েছে। নষ্ট হয়েছে শশা, জিঙ্গে, কুমরো, ভেন্ডির মতো ফসলের জমি।
গত দশ বছরে রেকর্ড বৃষ্টি হয়েছে পুরুলিয়াতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে জুন-জুলাই মাসে ৯০.৩ শতাংশ অধিক বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়ায়।
এই অতিরিক্ত বৃষ্টির জেরে আমন ধানের রেকর্ড ফলনের আশা করছে চাষিরা। এবার আমন ধানের লক্ষমাত্রা রয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার ৬৮৮ হেক্টর জমিতে।
এদিকে অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে আরামবাগে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শুক্রবার সকাল থেকে আরামবাগ-কলকাতা মূল সড়কে জল উঠে আসে। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপরে জল উঠে আসায় ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। জল আরও বাড়লে যান চলাচল বন্ধের আশঙ্কা রয়েছে।
Published By: Subhankar PatraPosted: 05:27 PM Aug 01, 2025Updated: 05:48 PM Aug 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
