Advertisement
রক্তঝরনা! অ্যান্টার্কটিকায় বরফ গলে বেরিয়ে আসছে 'রক্ত'
বিস্ময়ের নেপথ্যে রয়েছে কোন সত্যি?
ধু ধু প্রান্তর জুড়ে কেবলই সাদা বরফের আস্তরণ। আকাশের রং বেশির ভাগ সময় ঘোলাটে। যেন বিবর্ণ প্রকৃতির কোলে শৈত্যের আস্ফালন। কিন্তু এরই মাঝে যদি চোখে পড়ে বরফের পেট চিরে বেরিয়ে এসেছে রক্তপ্রপাত! অ্যান্টার্কটিকার এই ঝরনা বিখ্যাত ‘ব্লাড ফলস’ নামে।
পৃথিবীর সবচেয়ে অচেনা ও রহস্যময় এক স্থান অ্যান্টার্কটিকা। আজও এই বরফে ঢাকা মহাদেশকে ঘিরে বিস্ময়ের অবধি নেই। যার মধ্যে অন্যতম ‘ব্লাড ফলস’। টেলর হিমবাহ থেকে নির্গত পশ্চিম লেক বনিতে প্রবাহিত লাল রঙের জলপ্রপাতটি দেখতে মুখিয়ে থাকেন অভিযাত্রীরা।
আজ থেকে ১১০ বছর আগে ভূবিজ্ঞানী গ্রিফিথ টেলর আবিষ্কার করেন ওই রক্তপ্রপাত। প্রাথমিক ভাবে গবেষকদের বিশ্বাস ছিল এর নেপথ্যে রয়েছে লাল শৈবাল। কিন্তু পরে সামনে আসে আসল সত্যি।
নতুন গবেষণায় পরিষ্কার হয়ে গিয়েছে, ঝরনার জলে রয়েছে লোহা! যা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। ফলে যখন হিমবাহ থেকে জল নির্গত হয় তার রং হয়ে ওঠে লাল।
এছাড়াও এই ঝরনার আরেকটা দিকও বিজ্ঞানীদের অবাক করে। সাধারণত এই এলাকার তাপমাত্রা থাকে মাইনাস ১৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে জল জমে বরফ হওয়ার জায়গায় বইতে থাকে সেটাও কম বিস্ময়ের নয়।
Published By: Biswadip DeyPosted: 05:16 PM Nov 23, 2025Updated: 05:16 PM Nov 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
