Advertisement
হলুদ ট্যাক্সিতে কিয়ারা-বরুণ, ছবির প্রচারের ফাঁকে কলকাতার অলিগলি ঘুরল তারকা জুটি
'যুগ যুগ জিও' ছবির প্রচারে কলকাতায় ঘুরে গেলেন বরুণ ও কিয়ারা।
মঙ্গলবার সকাল সকাল হলুদ ট্যাক্সিতে চড়ে বসলেন বলিউড তারকা কিয়ারা আডবাণী ও বরুণ ধাওয়ান। বরুণের পরনে ডেনিম জ্যাকটে, হলুদ পোশাকে কিয়ারা। ছবি- অরিজিৎ সাহা
নতুন ছবি 'যুগ যুগ জিও'র প্রচারে কলকাতায় এসে এমনই কাণ্ড করে বসলেন এই তারকা জুটি! দিনের শুরুটা করলেন কলকাতার অলিগলিতে ঘুরে। ছবি- অরিজিৎ সাহা
ট্যাক্সি চলল দ্রুত গতিতে। ধর্মতলা থেকে সোজা পার্কস্ট্রিট। কলকাতার রাজপথে চোখ রেখে কিয়ারা বলে উঠলেন, এই শহরের মানুষদের মুখে সব সময়ই হাসি। তাই তো এই শহরের নাম সিটি অফ জয়। ছবি- অরিজিৎ সাহা
হঠাৎ ভিক্টোরিয়ার সামনে নেমে পড়লেন। ফুচকা খেতে ইচ্ছে হলেও, তা খাওয়া হল না। তবে কিয়ারা-বরুণের প্ল্যান কে সি দাসের মিষ্টি দই খাওয়া। সে ইচ্ছে অবশ্য পূরণ হয়েছে জুটির। ছবি- অরিজিৎ সাহা
ফ্লুরিজে পৌঁছে কফির কাপে চুমুক দিলেন। প্রিয় নায়ক-নায়িকাকে দেখার জন্য ফ্লুরিজের বাইরে তখন তুমুল ভিড়। ছবি- অরিজিৎ সাহা
এক দম্পতির সম্পর্কের গল্প ‘যুগ যুগ জিও’। সেই ছবির প্রচারেই কলকাতায় ঘুরে গেলেন কিয়ারা ও বরুণ। ছবি- অরিজিৎ সাহা
Published By: Akash MisraPosted: 05:13 PM Jun 21, 2022Updated: 08:09 PM Jun 21, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
