রাতারাতি সরে গিয়েছে ছাদ, নিরাপদ আশ্রয় খুইয়ে পথে বউবাজারের বিপর্যস্তরা, দেখুন ছবি
04:57 PM May 12, 2022 | Tiyasha Sarkar
Advertisement
Tap to expand ফিরেছে ২০১৯ সালে স্মৃতি। মেট্রোর কাজের জন্য নতুন করে ফাটল বউবাজার দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে। বিপজ্জনক এলাকায় প্রবেশ নিষেধ। ছবি: অরিজিৎ সাহা।
Tap to expand মুহূর্তে ঘর ছাড়া বহু মানুষ। হাতের কাছে যতটুকু যা ছিল, তা নিয়েই হুড়মুড়িয়ে পথে বিপজ্জনক ওই বাড়ির বাসিন্দারা। ছবি: পিন্টু প্রধান।
Tap to expand আতঙ্কে কাঁটা দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা। পাশে দাঁড়ালেন ফিরহাদ হাকিম ও নয়না বন্দ্যোপাধ্যায়।
Tap to expand অসুস্থ, তবে এক মুহূর্তও নিজের বাড়ি নিরাপদ নয়। অগত্যা তরুণীকে চাদরে নিয়েই ঘর ছাড়ল পরিবার।
Tap to expand নিরাপদে সরানো হয়েছে ফাটল ধরা বাড়ির বাসিন্দাদের। কী অবস্থা এলাকার? খতিয়ে দেখতে ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর।
Tap to expand নহূর্তে বদলে গিয়েছে চারিপাশ। ঠাঁই হয়েছে হোটেলে। প্রাণের ভয় কাটলেও পরীক্ষা দেওয়া হল না দুর্গাপিতুরি লেনের নিকুঞ্জ সাউয়ের। মা-বাবা এবং দাদু-ঠাকুমার সঙ্গে হোটেলের ৪০১ নম্বর রুমে ঠাঁই হয়েছে তার।
Tap to expand যদি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া যায়, তাই বৃহস্পিতবার সকালে ফের নিজেদের বাড়িতে বাসিন্দারা। ব্যাগপত্র গুছিয়েই ফের হোটেলমুখী তাঁরা। ছবি: অরিজিৎ সাহা।