Advertisement
রো-কো ফিরতেই চাঙ্গা টিম ইন্ডিয়া! ওয়ানডে সিরিজে জারি মিশন ২০২৭ বিশ্বকাপ
রাঁচিতে অনুশীলনে নেমে পড়েছেন বিরাট-রোহিতরা।
টেস্ট হারের ধাক্কা ভুলে সামনে নতুন অভিযান। রবিবার থেকে রাঁচিতে প্রথম ওয়ানডে শুরু। আর ওয়ানডে মানেই রোহিত শর্মা ও বিরাট কোহলির মাঠে নামা। যা নিয়ে রাঁচিতে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। ছবি: পিটিআই
দুই মহাতারকাকে নিয়ে প্রশ্ন এল ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলের উদ্দেশে। স্বাভাবিক ভাবেই ২০২৭-র বিশ্বকাপে রো-কো খেলবে কি না, সেটার প্রসঙ্গও উঠল। ছবি: অমিত মৌলিক
শুক্রবার রাঁচিতে অনুশীলনে নেমে পড়েছেন বিরাট-রোহিতরা। কোচ গৌতম গম্ভীরের অধীনে বিশেষ অনুশীলনে মগ্ন ছিলেন যশস্বী জয়সওয়াল-রুতুরাজ গায়কোয়াড়রা। বহুদিন পর রুতুরাজ জাতীয় দলে ফিরলেন তিনি। ছবি: পিটিআই
অন্যদিকে রোহিত চেনা মেজাজেই ব্যাট চালালেন। নিজেদের মধ্যে ভলিবল খেললেন ভারতীয় তারকারা। হাজির ছিলেন ঋষভ পন্থ, অর্শদীপ সিং, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজারা। ছবি: পিটিআই
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে মর্নি মর্কেল জানিয়ে গেলেন, রোহিত-বিরাটের উপস্থিতির কোনও বিকল্প নেই। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে তাঁদের দেখা যাবে বলেই আশাবাদী মর্কেল। ছবি: পিটিআই
তিনি বলেন, "যতক্ষণ তারা ফিটনেস ধরে রাখতে পারবে এবং পরিশ্রম করে যাবে, ততক্ষণ তাঁদের কোনও বিকল্প নেই। ওদের মতো অভিজ্ঞ প্লেয়ার আর কোথাও পাওয়া যাবে না। ওরা ট্রফি জিতেছে, জানে কীভাবে বড় প্রতিযোগিতায় খেলতে হয়। বিশ্বকাপ অনেক দূরে ঠিকই, তবে ফিটনেস ধরে রাখতে পারলে ওদের বিশ্বকাপে দেখা যাবে।" ছবি: পিটিআই
রো-কো'কে নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন মর্কেল। একসময় দু'জনের বিরুদ্ধে খেলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। ছবি: পিটিআই
তিনি বলেন, "ওদের বিরুদ্ধে খেলার আগে বহু রাত ঘুমোতে পারিনি। একজন বোলার হিসেবে জানতাম, ওদের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া কতটা কঠিন।" ছবি: অমিত মৌলিক
Published By: Arpan DasPosted: 08:02 PM Nov 28, 2025Updated: 08:44 PM Nov 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
