Advertisement
সারার গ্ল্যামার, যুবরাজের চমক, বেঙ্গল প্রো টি-২০ লিগে জমকালো সমাপ্তির সাক্ষী থাকবে ইডেন
ইডেনে থাকবে জমকালো লেজার শো।
বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে আরও চমকের ভাবনা সিএবির। টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে প্রায় এক সপ্তাহ হতে চলল। এবারের টি-টোয়েন্টি লিগকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। ফাইনালে যেমন জমকালো সমাপ্তির ভাবনা রয়েছে সিএবি কর্তাদের। তেমনই সেমিফাইনাল ঘিরেও বেশ কিছু পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সুনিধি চৌহানের পারফরম্যান্স দেখেছিল ইডেন। জানা গিয়েছে, ২৬ জুন ইডেনে দুটো সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একটা দুপুরে আর একটা সন্ধেয়।
শোনা গেল, সেমিফাইনালের দিন ইডেনে উপস্থিত থাকবেন দুই বলিউড তারকা সারা আলি খান আর আদিত্য রয় কাপুর। টসের সময় কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠানা তাঁরা থাকবেন।
ইডেনে বসে বেশ কিছুক্ষণ ম্যাচও দেখার কথা আদিত্য আর সারার। ৬ জুলাই মুক্তি পাবে তাঁদের নতুন ছবি মেট্রো ইন দিনো। তার আগেই বেঙ্গল প্রো টি-২০র ময়দানে হাজির থাকবেন সারা-আদিত্য।
অতিথি তালিকায় যুবরাজ সিংয়ের মতো প্রাক্তন তারকা যেমন রয়েছেন, তেমনই ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব রয়েছেন। আপাতত যা খবর, তাতে যুবরাজ আর সূর্যর ফাইনালে থাকার ব্যাপারটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পুরো ব্যাপারটা চূড়ান্ত হয়ে যাবে।
২৩ জুনের ম্যাচে ভারতীয় ক্রীড়া জগতের আরও এক নক্ষত্র উপস্থিত থাকবেন। তিনি অবশ্য টেনিস জগতের। মহেশ ভূপতি। ইডেনে তিনিও ম্যাচ দেখবেন। এছাড়াও ফাইনাল ঘিরে হাজারো পরিকল্পনা রয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:36 PM Jun 17, 2025Updated: 04:36 PM Jun 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
